ETV Bharat / bharat

জনতা কারফিউ চলাকালীন জন্মদিনের পার্টি, পদক্ষেপ পুলিশের

author img

By

Published : Mar 22, 2020, 8:46 PM IST

image
জনতা কারফিউ

দেশজুড়ে 14 ঘণ্টার জনতা করফিউয়ের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু সেই কারফিউ চলাকালীন জন্মদিনের পার্টির আয়োজন করে রুড়কীর এক পরিবার ৷ খবর যায় পুলিশের কাছে ৷ ঘটনাস্থানে পৌঁছে পার্টি বন্ধ করে দেয় পুলিশ ৷ .

রুড়কী (উত্তরাখণ্ড), 22 মার্চ : জনতা কারফিউ চলাকালীন জন্মদিনের পার্টির আয়োজন করে হৈ-হুল্লোড়ে ব্যস্ত গোটা পরিবার ৷ হঠাৎ পুলিশ আসায় কাটল তাল ৷ কারফিউয়ের মাঝে পার্টি করায় গোটা পরিবারের বিরুদ্ধে চালান কাটল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুড়কীতে ৷

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা ত্রাস ৷ ব্যতিক্রম নয় ভারতও ৷ কোরোনার সংক্রমণ ছড়ানো থেকে ভারতকে বাঁচাতে দেশজুড়ে 14 ঘণ্টার জনতা করফিউয়ের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু সেই কারফিউ চলাকালীন জন্মদিনের পার্টির আয়োজন করে রুড়কীর এক পরিবার ৷ খবর যায় পুলিশের কাছে ৷ ঘটনাস্থানে পৌঁছে পার্টি বন্ধ করে দেয় পুলিশ ৷ একই সঙ্গে 151 ধারায় গোটা পরিবারের বিরুদ্ধে চালান কাটা হয় ৷

রুড়কীর CO চন্দন সিং বিশ্ত বলেন, ‘‘ একটি জন্মদিনের পার্টির আয়োজন করা হয় রুড়কীর সৈনিক কলোনিতে ৷ সেই সময় ঘরের বাইরে তাঁবু খাটিয়ে ও চেয়ার সাজিয়ে পার্টির আয়োজন করা হয় ৷ প্রতিবেশিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ পৌঁছায় ঘটনাস্থানে ৷ পার্টি বন্ধ করে দেয় ৷ একইসঙ্গে পরিবারের সবাইকে বোঝানো হয় ৷ তাঁদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয় ৷’’

জনতা কারফিউ চলাকালীন জন্মদিনের পার্টি

গোটা বিশ্ব কোরোনা আতঙ্কে স্তব্ধ ৷ সংক্রমণ রুখতে একে অপরের থেকে দূরুত্ব বজায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা ৷ এই সময় কোনও পার্টি আয়োজন করে জনসমাগম হলে বাড়তে পারে কোরোনার প্রকোপ ৷ তাই এখন সচেতন থাকতে হবে মানুষকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.