ETV Bharat / bharat

31 জুলাই পর্যন্ত বাতিল আন্তর্জাতিক বিমান পরিষেবা

author img

By

Published : Jul 3, 2020, 4:12 PM IST

মার্চে লকডাউনের শুরুতেই বন্ধ হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা । তবে, নির্দিষ্ট কিছু রুটে চলছে বন্দে ভারতের বিশেষ বিমান ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

দিল্লি, 3 জুলাই : 31 জুলাই পর্যন্ত বাতিল হল সমস্ত আন্তর্জাতিক উড়ান । আজ একথা জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ডিরেক্টরেট জেনেরাল । তবে, এই সময়ে চলবে পণ্যবাহী বিমান । এর আগে 15 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।

দেশে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । আজ একদিনে 21 হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন । এই পরিস্থিতি দেশে কোরোনা সংক্রমণ ঠেকাতে 31 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল । এই সময়ে নির্দিষ্ট কিছু রুটে বন্দে ভারত মিশনের বিশেষ বিমান ও প্রয়োজন ভিত্তিতে বিশেষ আরও কিছু বিমান চলাচল করবে ।

মার্চে লকডাউনের শুরুতেই বন্ধ হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা । তবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে মে মাসের 6 তারিখ বিশেষ বিমানের ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার । বন্দে ভারত মিশনের আওতায় লাখ লাখ মানুষ ফেরে দেশে । তবে, স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক বিমান পরিষেবা । এদিকে দেশে পাঁচদিনে কোরোনা আক্রান্ত হয় এক লাখ মানুষ । এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান আপাতত বন্ধ রাখারই সিদ্ধান্ত নিল সরকার ।

তবে, স্বাভাবিক হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । 25 মে থেকে দেশের সব রুটেই চলছে বিমান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.