ETV Bharat / bharat

অন্তত 3 সন্তান হোক, একটি অবশ্যই মেয়ে; মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর

author img

By

Published : Dec 9, 2019, 3:56 AM IST

হামারা পাঁচের সমীকরণ বাতলে দিলেন যোগী রাজ্যের মন্ত্রী ৷

sunil bharala
সুনীল ভারালা

লখনউ, 9 ডিসেম্বর : দেশের প্রতিটি নাগরিকের অন্ততপক্ষে তিনটি সন্তান থাকা প্রয়োজন ৷ তার মধ্যে একটি অবশ্যই মেয়ে হতে হবে ৷ এমনই মন্তব্য করলেন যোগী সরকারের মন্ত্রী ৷ নারীনিগ্রহ ও মেয়েদের সম্মানের বিষয়ে বলতে গিয়েই তিন সন্তানের তত্ত্বের দাওয়াই দেন সুনীল ভারালা ৷

উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভারালার মত, সমাজ দুই সন্তানের কথা বলে ৷ 'হাম দো, হামারে দো', কিন্তু হিন্দু পরিবার পিছু সন্তানের সংখ্যা খুবই কম ৷ তাঁর কথায়, '' আমার ব্যক্তিগত মত, হামারা পাঁচের সমীকরণটাই ঠিক ৷ অন্তত তিনটি সন্তান থাকা জরুরি ৷ এর মধ্যে একটি অবশ্যই কন্যাসন্তান ৷ নইলে পিসিমা, ঠাকুরমা, কাকিমা সম্পর্কগুলোই যে উঠে যাবে ৷''

উত্তরপ্রদেশে একের পর এক নারী নিগ্রহের ঘটনার খবর আসছে ৷ তীব্র নিন্দার মুখে যোগী আদিত্যনাথ সরকার ৷ উন্নাওয়ে একের পর এক ধর্ষণে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, কোনও অপরাধীই যোগী রাজ্যে পার পাবে না ৷ হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে চার অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৷ পুলিশ নিজের কর্তব্য পালন করেছে বলেই মন্তব্য করেন ভারালা ৷

New Delhi, Dec 08 (ANI): Vice President of India, Venkaiah Naidu, on December 08 while agreeing with Chief Justice of India SA Bobde's remark of "justice can't be instant" but also cautioned against "constant delays". In an event, VP Naidu said, "I saw a statement by Chief Justice of India. Very aptly he said 'you can't give instant justice'. But at the same time you can't have constant delays. This has to be understood. You delay justice then it is denied. It's an area of concern for all of us. We have to understand that every wing of the administration should see to it that their duties are well-performed." Both Naidu's and CJI's remarks came in wake of Telangana encounter in which all four accused in the rape and murder of a veterinary doctor in Hyderabad were killed by police on December 06.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.