ETV Bharat / bharat

অসমে বন্যায় মৃত বেড়ে 108, ক্ষতিগ্রস্ত 12 লাখ

author img

By

Published : Jul 31, 2020, 12:29 PM IST

assam
assam

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 22টি জেলা বন্যা কবলিত । প্রায় 12 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । এখনও পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে 108 জনের ।

গুয়াহাটি, 31 জুলাই : অসমে বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা । বেশিরভাগ জেলা জলমগ্ন । ক্ষতিগ্রস্ত চাষজমি । সংশ্লিষ্ট রাজ্যে এখনও পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে 108 জনের । ধসে মৃত্যু 26 জনের ।

অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 22টি জেলা বন্যা কবলিত । প্রায় 12 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । তবে আশার বিষয় যে আগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল বেশি । বুধবারের রিপোর্ট অনুযায়ী, 21টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ছিলেন 17 লাখ মানুষ ।

covid
বন্যায় ক্ষতিগ্রস্ত 12 লাখের বেশি

অসমের রাজ্যপাল জগদীশ মুখী বারপেটা এবং বক্সা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন । এই জেলাদুটিতে বন্যায় প্রায় 100-র বেশি মানুষ ঘর ছাড়া । অসমের দৈনিক বন্যা রিপোর্ট অনুযায়ী, গতকাল মরিগাওঁ জেলায় একজন ব্যক্তি জলে তলিয়ে যান । বাড়ে মৃতের সংখ্যা । বন্যা ও ধসে এখনও পর্যন্ত মোট মৃত্যু 134 জনের ।

ধেমাজি, লখিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ, দারাং, বক্সা, বারপেটা, চিরাং, বনগাইগাওঁ, কোকরাজহার, ধুবরি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, মরিগাওঁ, নগাওঁ, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবসাগর এবং ডিব্রুগড় জেলার 12.01 লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ।

covid
জলমগ্ন অনেক বাড়ি-ঘর

সবথেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির তালিকায় রয়েছে গোয়ালপাড়া । সেখানে প্রায় 3.76 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ক্ষতিগ্রস্ত মরিগাওঁ-ও । সেখানে প্রায় 2.34 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ধুবরি জেলায় ক্ষতিগ্রস্ত 1.52 লাখ । গত 24 ঘণ্টায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় 46 জনকে উদ্ধার করা হয়েছে ।

1339টি গ্রাম বন্যা কবলিত । 82,169.99 হেক্টর চাষজমির ক্ষতি হয়েছে । 15টি জেলায় 203টি শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে । 29,981 জন সেই শিবিরে আশ্রয় নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.