ETV Bharat / bharat

কোরোনা থেকে বাঁচতে গো-মূত্র পার্টি হিন্দু মহাসভার

author img

By

Published : Mar 14, 2020, 5:24 PM IST

Updated : Mar 14, 2020, 9:05 PM IST

গো-মূত্র পান করলেই রক্ষা মিলবে কোরোনা থেকে । তাই আজ গো-মূত্র পার্টির আয়োজন করল অখিল ভারত হিন্দু মহাসভা ।

Gou Mutra Party
গোমূত্র পার্টি

দিল্লি, 14 মার্চ : সর্দি-কাশি হচ্ছে । ভাবছেন, কোরোনায় আক্রান্ত ? চিন্তার কোনও কারণ নেই । রোজ সকালে উঠে দু চামচ করে গো-মূত্র পান করুন । তবে, সেই মূত্র যেন দেশি গোরুর বাছুরের হয় । আর তার সঙ্গে মাছ-মাংস খাওয়া ত্যাগ করুন । তাহলেই কোরোনা ভাইরাস থেকে মিলবে মুক্তি । আর এতে সিলমোহর দিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার অধ্যক্ষ চক্রপাণি মহারাজ । শুধু তাই নয়, আজ হিন্দু মহাসভার তরফে গোমূত্র পার্টিরও আয়োজন করা হয় । কোরোনা থেকে বাঁচতে সেখানে সমর্থকদের সঙ্গে গোমূত্রও পান করেন চক্রপাণি মহারাজ ।

কোরোনায় জর্জরিত গোটা বিশ্ব । ভারতেও কোরোনায় মৃত্যু হয়েছে দু'জনের । তাই মানুষের কল্যাণে ও তাদের দীর্ঘ আয়ুর জন্য গোমূত্র পার্টির আয়োজন করল অখিল ভারত হিন্দু মহাসভা । আজ তাদের সংগঠনের ভবনে এই পার্টির আয়োজন করা হয় । পার্টিতে উপস্থিত সকলেই গোমূত্র পান করেন । চক্রপাণি মহারাজও তাতে সামিল ছিলেন । তাঁর বক্তব্য, গো-মূত্রে রোগ প্রতিরোধকের সমস্ত উপকরণ রয়েছে । তাই রোজ সকালে দু চামচ করে গো-মূত্র পান করলেই কোরোনা ভাইরাস থেকে মিলবে রেহাই । একইসঙ্গে মাছ-মাংসকে খাদ্য হিসেবে গ্রহণ ত্যাগ করতে হবে । পাশাপাশি তিনি দাবি করেন, রাজনীতিবিদরা ইতিমধ্যেই লুকিয়ে গোমূত্র খাওয়া শুরু করে দিয়েছেন ।

এই সেই গো-মূত্র পার্টি

চক্রপাণি মহারাজ বলেন, "জীবহত্যার ফল ভুগছে বিশ্ব । তাই কোরোনাকে শান্ত করার জন্য আমরা এই গোমূত্র পার্টির আয়োজন করেছি । গোমূত্র পান করলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে । তাই গোমূত্র পান করুন । আর মাছ-মাংস ত্যাগ করুন ।"

গোমূত্র পান করার নিয়মও জানান মহারাজ । বলেন, "দেশি গোরুর বাছুরের গোমূত্র সবথেকে বেশি উপযুক্ত । রোজ সকালে মনে বিশ্বাস নিয়ে দু'চামচ করে গোমূত্র পান করুন । আর প্রতিজ্ঞা নিন যে, জীবহত্যা করবেন না । মাছ-মাংস খাবেন না । তাহলেই 100 শতাংশ কোরোনা দূর হবে ।"

Last Updated : Mar 14, 2020, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.