ETV Bharat / bharat

দূষণের পারদ ঊর্ধ্বমুখী দিল্লিতে

author img

By

Published : Oct 3, 2020, 3:55 PM IST

Aa
Aa

দিল্লির রোহিনী এবং জাহাঙ্গীরপুরীতে বায়ুর গুণগত সূচক (AQI) পুওর ক্যাটেগরির । দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, পুওর ক্যাটেগরিতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় ।

দিল্লি, 3 অক্টোবর : দিল্লিতে ফের বাড়ছে বায়ু দূষণ । যানবাহন চলাচল বাড়তেই বাতাসে দূষণের পারদ ঊর্ধ্বমুখী । দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি-DPCC) দেওয়া তথ্য অনুযায়ী আজ রোহিনীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 206 এবং জাহাঙ্গীরপুরীতে 230 । দু'টি জায়গাই এক্ষেত্রে পুওর ক্যাটেগরিতে রয়েছে । অন্যদিকে আনন্দবিহারে AQI 178 যা মাঝারি মানের বা মডারেট ক্যাটেগরিতে রয়েছে বলে জানিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতে, পুওর ক্যাটেগরিতেই বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট হয় । মাঝারি বা মডারেট ক্যাটেগরিতে ফুসফুসের রোগ, হার্টের সমস্যা, হাঁপানির সমস্যা থাকা ব্যক্তিদের শ্বাসকষ্ট হয় । পাশাপাশি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বর্ষা চলে গেলে দিল্লিতে বায়ু দূষণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা ও প্রতিবেশী সীমান্ত অঞ্চলগুলিতে খড় ও ফসলের অবশিষ্টাংশ পোড়ানো শুরু হয়ে গিয়েছে । তার থেকেও বাতাস দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে আগামী দুই দিনে এর জন্য দিল্লিতে খুবই সামান্য প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.