ETV Bharat / bharat

বুকিং নেওয়া শুরু করল এয়ার ইন্ডিয়া

author img

By

Published : Apr 18, 2020, 4:52 PM IST

Updated : Apr 18, 2020, 7:06 PM IST

বিমান পরিষেবার বুকিং নেওয়া শুরু করল এয়ার ইন্ডিয়া ৷ 3 মে পর্যন্ত দেশে লকডাউন থাকার ফলে সমস্ত বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ রাখে এয়ার ইন্ডিয়া ৷

image
ব্রেকিং

দিল্লি, 18 এপ্রিল : কিছু নির্দিষ্ট রুটের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য বুকিং নেওয়া শুরু করল এয়ার ইন্ডিয়া ৷ আজ থেকে বুকিং নেওয়া শুরু করেছে তারা ৷ 4 মে থেকে অন্তর্দেশীয় ও 1 জুন থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্য এই বুকিং শুরু হয়েছে ৷

COVID-19 ছড়িয়ে পড়েছে দেশজুড়ে ৷ ফলে গোটা দেশে চলছে লকডাউন ৷ সেই জন্যই অন্তর্দেশীয় সমস্ত বিমান পরিষেবা 3মে পর্যন্ত ও আন্তর্জাতিক বিমান পরিষেবা 31 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া ৷ বাতিল করা হয় সমস্ত বুকিং ৷ 3মে পর্যন্ত দেশে লকডাউন থাকার ফলে সমস্ত বাণিজ্যিক বিমানও পরিষেবা বন্ধ রাখে এয়ার ইন্ডিয়া ৷

বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্যও ব্যবহার করা হচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান ৷ এছাড়া কৃষিজাত পণ্য ও মেডিকেল পণ্য বিদেশের বাজারে আদান-প্রদানও করছিল এয়ার ইন্ডিয়া ৷ কেন্দ্র সরকারের ‘‘কৃষি উদ্যান’’ প্রকল্পের জন্য বিশ্বজুড়ে 10 নির্ধারিত স্থানে ফল, শাক-সবজি ও চিকিৎসার সরঞ্জাম আদান প্রদান করছিল এই সংস্থা ৷

কোরোনা ভাইরাস ঠেকাতে 25 মার্চ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ প্রথম পর্বে 14 এপ্রিল পর্যন্ত ও দ্বিতীয় ধাপে 3 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয় ৷ এই সময় সমস্ত যাত্রীবাহী বিমান পরিষেবাও বাতিল করা হয় ৷

Last Updated : Apr 18, 2020, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.