ETV Bharat / bharat

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল 96 লাখ

author img

By

Published : Dec 5, 2020, 2:23 PM IST

Coronavirus
ছবিটি প্রতীকী

কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 512 জনের ৷ দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 39 হাজার 700 জনের ৷

দিল্লি, 5 ডিসেম্বর : দেশে গতকালের তুলনায় সামান্য বাড়ল দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে 40 হাজারের নিচেই রইল আক্রান্তের সংখ্যা ৷ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 36 হাজার 652 ৷ গতকাল সংখ্যাটা ছিল 36 হাজার 594 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 96 লাখ 8 হাজার 211 ৷

কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 512 জনের ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 1 লাখ 39 হাজার 700 ৷ অন্যদিকে , 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 42 হাজার 533 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 90 লাখ 58 হাজার 822 ৷ এই মুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 9 হাজার 689 ৷

আরও পড়ুন , দেশে সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

রাজ্যগুলির মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ 24 ঘণ্টায় মোট 11 লাখ 57 হাজার 763 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । 4 ডিসেম্বর পর্যন্ত মোট 14 কোটি 58 লাখ 85 হাজার 512 টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)।

আরও পড়ুন , কোভ্যাকসিন নিয়েও কোরোনায় আক্রান্ত হরিয়ানার মন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.