ETV Bharat / bharat

গডসে "দেশভক্ত", সাধ্বীর মন্তব্যে জবাব চাইল BJP

author img

By

Published : May 17, 2019, 3:29 PM IST

দলের একাধিক নেতার বেফাঁস মন্তব্য়ে অস্বস্তি বাড়ছে দলের । এ বার অনন্ত হেগড়ে, সাধ্বী প্রজ্ঞাদের জবাব চেয়ে ড্যামেজ কন্ট্রোল শুরু দলের ।

সাধ্বী প্রজ্ঞা

দিল্লি, 17 মে : অস্বস্তি বাড়ছিল ক্রমাগত । অবশেষে নাথুরাম গডসে-সহ একাধিক বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তিন BJP নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে দল । সাধ্বী প্রজ্ঞা, অনন্তকুমার হেগড়ে এবং নলীন কুমারের কাছ থেকে কৈফিয়ত তলব করল BJP । আগামী দশদিনের মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

প্রথম বিতর্ক শুরু সাধ্বী প্রজ্ঞাকে ঘিরে । মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিতর্কে জড়িয়েছিলেন ভোপালের BJP প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা । দলের চাপে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন তিনি । তাতে অবশ্য BJP-র অস্বস্তি কাটেনি । প্রজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । আর এ বার চাপে পড়ে সাধ্বীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে দল । কেন তিনি এমন মন্তব্য করলেন, তার ব্য়াখ্যা চাওয়া হয়েছে ।

এ দিকে, গডসে এবং রাজীব গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য়ের জেরে দলের অস্বস্তি বাড়িয়েছেন নলীন কুমার । তিনি টুইট করেন, 'গডসে এক জনকে মেরেছিলেন, কাসভ 72 জনকে, কিন্তু, রাজীব গান্ধি 17 হাজার মানুষকে খুন করেছিলেন ।' স্বাভাবিক ভাবেই হেগড়ের এ দিনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । কংগ্রেস-সহ অন্য়ান্য়ারা বিষয়টি নিয়ে BJP-র উপর চাপ বাড়াতে শুরু করেছে । গডসেকে নিয়ে টুইট করে বিতর্কে জড়িয়েছেন অনন্তকুমার হেগড়েও । সপ্তম দফার ভোটের আগে দলের শীর্ষ নেতাদের এমন মন্তব্যে যে ক্ষতি হচ্ছে দলের, এ বার তার ডেমেজ কন্ট্রোল শুরু হল ।

তবে শুধু BJP নেতারাই নন । সম্প্রতি নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম হিন্দু জঙ্গি’ বলায় দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানকে নিয়ে জলঘোলা কিছু কম হয়নি । এর উত্তরে ‘হিন্দু কখনও জঙ্গি হতে পারে না’ বলে মন্তব্য করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার পরই আরও এক ধাপ এগিয়ে গডসেকে ‘দেশভক্ত’ বলে বসেন সাধ্বী প্রজ্ঞা । মালেগাঁও হামলায় নাম জড়ানো প্রজ্ঞার নানা মন্তব্যকে ঘিরে আগেও অস্বস্তিতে পড়েছে BJP । বাবরি মসজিদ ধ্বংস এবং মুম্বই হামলায় হত মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার অফিসার হেমন্ত কারকারেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে তাঁকে । প্রজ্ঞার মম্তব্যকেও সমর্থন করেনি দল । উলটে তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তারা । মধ্যপ্রদেশের BJP নেতা লোকেন্দ্র পরাশর বলেছেন, ‘‘গান্ধির খুনিকে কিছুতেই দেশপ্রেমী বলা যায় না ।’’ প্রজ্ঞাকে ক্ষমা চাইতেও বলে দল ।

Patna (Bihar) May 17 (ANI): While speaking to ANI, Union Law and Justice Minister Ravi Shankar Prasad said, "Mamata is frustrated, a deadly attack happened on our national president, what does it mean, what is happening in the state? Their officers are openly trying to influence the LS elections. The BJP is going to claim huge victory in Bengal that is why she is nervous."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.