ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 5 লাখ ছুঁইছুঁই, 24 ঘণ্টায় সংক্রমিত 17296

author img

By

Published : Jun 26, 2020, 10:02 AM IST

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

দেশে ক্রমে বাড়ছে সংক্রমণ । মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁইছুঁই । মৃতের সংখ্যা ছাড়িয়েছে 15 হাজারের গণ্ডি ।

দিল্লি, 26 জুন : ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সমস্ত পরিষেবা । খুলেছে সরকারি-বেসরকারি অফিস । এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 17 হাজার 296 জন । যা আবারও দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 লাখ 90 হাজার 401 । গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 407 জনের । এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 15 হাজার 301 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 2 লাখ 85 হাজার 637 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে প্রায় 14 হাজার ।

দেশে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁতে চলেছে । আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজ়িল, রাশিয়ার পরই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত । দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 4 হাজার 841 জন । যা একদিনে সংক্রমণের নিরিখে সবচেয়ে বেশি । দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে মুম্বইয়ে । এখনও পর্যন্ত এরাজ্যে 1 লাখ 47 হাজার 741 জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে । তারপরই রয়েছে দিল্লি । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছে 3 হাজার 390 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 73 হাজার 780 জন ।

  • Total number of samples tested up to 25 June is 77,76,228; the number of samples tested on 25 June is 2,15,446: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/kRPAsOHKh8

    — ANI (@ANI) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ুতেও । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছে 3 হাজার 509 জন । এখানে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 70 হাজার 977 জন । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে । দেশে প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে 15 হাজারে । তবে, আজ সমস্ত রেকর্ড ভেঙে আবারও একদিনে সর্বোচ্চ দেশের সংক্রিমতের সংখ্যা ।

  • 407 deaths and highest single-day spike of 17,296 new #COVID19 positive cases reported in India in the last 24 hours.

    Positive cases in India stand at 4,90,401 including 1,89,463 active cases,2,85,637cured/discharged/migrated & 15301 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/g8EjQz2UwA

    — ANI (@ANI) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 15 হাজার । প্রতিদিনই চারশোর কাছাকাছি মৃত্যু হচ্ছে । সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্র থেকে । গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 192 জনের । তারপরই রয়েছে দিল্লি । দিল্লিতে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 64 জনের ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট 77 লাখ 76 হাজার 228 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । শুধুমাত্র গতকালই 2 লাখ 15 হাজার 446 জনের নমুনা পরীক্ষা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.