ETV Bharat / bharat

মমতাকে অভিনন্দন, রাজ্যের মানুষকে ধন্যবাদ মোদির

author img

By

Published : May 2, 2021, 8:08 PM IST

Updated : May 2, 2021, 8:27 PM IST

মমতাকে অভিনন্দন মোদির
মমতাকে অভিনন্দন মোদির

বিধানসভা নির্বাচনের বেশিরভাগ ফল ঘোষণার পর এদিন সন্ধ্যায় টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখলেন, "পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন ৷ জনগণের আকাঙ্ক্ষাগুলি পূরণে এবং কোভিড-19 প্যানডেমিক কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে ।"

নয়া দিল্লি, 2 মে: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল সিংহভাগ ঘোষণার পরই টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মানুষকেও ধন্যবাদ জানান ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে মোদি লেখেন, "পশ্চিমবঙ্গে জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন ৷ জনগণের আকাঙ্ক্ষাগুলি পূরণে এবং কোভিড-19 প্যানডেমিক কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে ।"

  • Congratulations to Mamata Didi for @AITCofficial's win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people’s aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial

    — Narendra Modi (@narendramodi) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশ্য তিনি লেখেন, "আমি পশ্চিমবঙ্গের আমার বোন এবং ভাইদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের পার্টিকে আশীর্বাদ করেছেন । এর আগে একটি তুচ্ছ উপস্থিতি থেকে, বিজেপির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । বিজেপি জনগণের সেবা করবে । আমি ভোটে তাদের উৎসাহী প্রচেষ্টার জন্য প্রত্যেক কার্যকর্তাকে অভিনন্দন জানাই ।"

  • I would like to thank my sisters and brothers of West Bengal who have blessed our party. From a negligible presence earlier, BJP’s presence has significantly increased. BJP will keep serving the people. I applaud each and every Karyakarta for their spirited effort in the polls.

    — Narendra Modi (@narendramodi) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টুইটারে মমতাকে অভিনন্দন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুরের

Last Updated :May 2, 2021, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.