ETV Bharat / bharat

Sitharaman Pulls Up SBI: পেনশন সংগ্রহে খালি পায়ে ব্যাংকের পথে বৃদ্ধা, এসবিআই-কে মানবিক হতে বললেন সীতারমন

author img

By

Published : Apr 21, 2023, 7:52 PM IST

Sitharaman Pulls Up SBI ETV Bharat
এসবিআই-কে মানবিক হতে বললেন সীতারমন

ভাঙা চেয়ারে ভর দিয়ে পেনশন সংগ্রহে খালি পায়ে ব্যাংকের পথে ওড়িশার বৃদ্ধা ৷ এই ভিডিয়ো ভাইরাল হতেই এসবিআই-কে মানবিক হওয়ার পরামর্শ দিলেন নির্মলা সীতারমন ৷

নয়াদিল্লি, 21 এপ্রিল: দেশের বৃহত্তম ঋণদাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে মানবিক হওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ ওড়িশার এক বৃদ্ধাকে পেনশন সংগ্রহ করার জন্য ব্যাংকে হাজিরা দিতে বাধ্য করা হয়েছিল ৷ প্রখর তাপে ভাঙা চেয়ারে ভর করে এক পা এক পা করে ব্যাংকের পথে যেতে দেখা গিয়েছে সেই বৃদ্ধাকে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই এই নিয়ে এসবিআই-কে একহাত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ ব্যাংককে মানবিক আচরণ করতে বলেছেন তিনি ৷

তাঁর টুইটার হ্যান্ডেলে খালি পায়ে হাঁটা বৃদ্ধার সেই ভিডিয়ো পোস্ট করেছেন সীতারমন ৷ প্রচণ্ড দাবদাহের মধ্যে একটি ভাঙা চেয়ারকে সম্বল করে নিকটস্থ এসবিআই-এর শাখায় পেনশন সংগ্রহ করতে যাচ্ছেন তিনি ৷ নির্মলা সীতারমনের পোস্ট করা ভিডিয়োর সেই বৃদ্ধা সূর্য হরিজন হিসাবে চিহ্নিত ৷ ওড়িশার নবরাংপুর জেলায় ছোট ছেলের সঙ্গে থাকেন তিনি ৷ সেই ছেলে অন্য লোকের গবাদি পশু চরিয়ে জীবিকা নির্বাহ করেন । তাঁর বড় ছেলে অন্য রাজ্যে একজন পরিযায়ী শ্রমিক । জানা গিয়েছে, এই পরিবার একটি কুঁড়েঘরে থাকে এবং তাদের কোনও জমি নেই । জানা গিয়েছে, ওই বৃদ্ধার আঙুলের ছাপ ব্যাংকের রেকর্ডের সঙ্গে না মেলায়, তাঁকে সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে পেনশন সংগ্রহ করতে বাধ্য করা হয়েছিল ৷

  • #WATCH | A senior citizen, Surya Harijan walks many kilometers barefoot with the support of a broken chair to reach a bank to collect her pension in Odisha's Jharigaon

    SBI manager Jharigaon branch says, "Her fingers are broken, so she is facing trouble withdrawing money. We'll… pic.twitter.com/Hf9exSd0F0

    — ANI (@ANI) April 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃদ্ধার ভিডিয়োটি শেয়ার করার সময় সীতারামন টুইটে লিখেছেন, "এসবিআই-এর ম্যানেজার সাড়া দিতে পারেন ৷ আশা রাখি, ডিপার্টমেন্ট অফ ফিনানশিয়াল সার্ভিস এবং এসবিআই এই বিষয়টি বিবেচনা করবে এবং মানবিকভাবে কাজ করবে । তারা কি ব্যাংক মিত্র নয় ?" ঘটনাটি 17 এপ্রিল ঘটেছিল ।

এসবিআই সীতারামনের টুইটে প্রতিক্রিয়া দিয়েছে ৷ তারা বলেছে, আগামী মাস থেকে ওই বৃদ্ধার পেনশন তাঁর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে ৷ তাঁকে একটি হুইলচেয়ারও দেওয়া হবে বলে জানিয়েছে এসবিআই ৷

আরও পড়ুন: পবন-বায়ু-অগ্নি, ভারতীয় নাম পেল কুনোর 19 চিতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.