ETV Bharat / bharat

Attack on Sidharth Nath Singh : প্রয়াগরাজে সিদ্ধার্থনাথ সিংয়ের উপর হামলার চেষ্টা

author img

By

Published : Feb 3, 2022, 1:23 PM IST

Updated : Feb 3, 2022, 5:01 PM IST

Yogi Minister under Attack
Yogi Minister under Attack : প্রয়াগরাজে সিদ্ধার্থনাথ সিংয়ের উপর হামলার চেষ্টা

উত্তর প্রদেশের বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং ৷ বাংলায় বিজেপির পর্যবেক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ৷ 2017 সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জিতে যোগী সরকারের মন্ত্রী হন ৷ বৃহস্পতিবার তাঁর উপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ (Yogi Minister under Attack) ৷

প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), 3 ফেব্রুয়ারি : হামলার শিকার উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং (Attempt to attack on UP Minister Siddharthnath Singh in Prayagraj) ৷ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর উপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর উপর ব্লেড ও অ্যাসিড নিয়ে হামলার ছক কষা হয়েছিল ৷ কিন্তু যিনি হামলা করতে আসেন, তাঁকে বিজেপির কার্যকর্তা ও নিরাপত্তারক্ষীরা আটক করে নেন ৷ উত্তর প্রদেশের প্রয়াগরাজের মুন্ডরা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷

সিদ্ধার্থনাথ সিং উত্তর প্রদেশের ইলাহাবাদ পশ্চিম কেন্দ্রের বিধায়ক ৷ পাশাপাশি তিনি যোগী আদিত্যনাথের সরকারের ক্যাবিনেট মন্ত্রী ৷ ফলে তাঁর উপর এই হামলার ঘটনায় ব্যাপক হইচই পড়ে গিয়েছে ওই রাজ্যে ৷

কিন্তু পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ উত্তর প্রদেশ পুলিশের দাবি, কেউ একজন এসে সিদ্ধার্থনাথ সিংকে জানান যে তাঁর কাজ না হলে তিনি আত্মহত্যা করবেন ৷ এর পর ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন ৷ পুলিশ জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ ধৃতের নাম হিমাংশু দুবে ৷ তিনি জৌনপুরের বাসিন্দা ৷

আরও পড়ুন : UP Election 2022 : উত্তরপ্রদেশে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বাদ মন্ত্রিসভার অনেকেই

Last Updated :Feb 3, 2022, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.