ETV Bharat / bharat

Suspected Al Qaeda Terrorists Arrest অসমেও আল কায়দা যোগ, পুলিশের জালে দুই ইমাম

author img

By

Published : Aug 21, 2022, 6:50 PM IST

Assam Police arrest two Suspected Al Qaeda Terrorists in Goalpara
Suspected Al Qaeda Terrorists Arrest অসমেও আল কায়দা যোগ, পুলিশের জালে দুই ইমাম

দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়েছে দুই যুবক ৷ তাদের সঙ্গে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল কায়দার (Al Qaeda) প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে ৷ আর এবার একই কারণে গোয়ালপাড়া (Goalpara) থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার (Suspected Al Qaeda Terrorists Arrest) করল অসম পুলিশ (Assam Police) ৷ ধৃতরা দুজনই পেশায় ইমাম !

গুয়াহাটি, 21 অগস্ট: নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল অসম পুলিশ (Assam Police) ৷ অভিযুক্তদের অসমের গোয়ালপাড়া (Goalpara) থেকে পাকড়াও করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ধৃত দুই ব্যক্তি 'আল-কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট' (Al-Qaeda in the Indian Subcontinent) বা 'আকিস' (AQIS) এবং 'আনসারউল্লাহ বাংলা টিম' (Ansarullah Bangla Team) বা এবিটি (ABT)-এর সক্রিয় সদস্য ৷ সূত্রের খবর, টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরই এই দু'জনকে গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম আব্দুস সুভান (Abdus Subhan) ৷ তিনি মরনোই থানা (Mornoi Police Station) এলাকার অন্তর্গত তিনকুনিয়া শান্তিপুর মসজিদের (Tinkunia Shantipur Mosque) ইমাম ! পুলিশের হাতে ধরা পড়া অন্য ব্যক্তির নাম জালালউদ্দিন শেখ (Jalaluddin Sheikh) ৷ সে ইমামগিরি করে গোয়ালপাড়ার মাটিয়া থানা এলাকার (Matia Police Station) তিলাপাড়া নতুন মসজিদে (Tilapara Natun Mosque) !

আরও পড়ুন: জঙ্গি সন্দেহে ধৃতদের 14 দিনের হেফাজতে পেল এসটিএফ

গোয়ালপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি এই প্রসঙ্গে জানিয়েছেন, "এর আগে আমরা আব্বাস আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম ৷ তাঁর বিরুদ্ধেও জিহাদি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ ওই ব্যক্তিকে জেরা করেই গত জুলাই মাসে আমরা কিছু তথ্য হাতে পাই ৷ অসমে আকিস এবং এবিটি-র বরপেটা ও মোরিগাঁও মডিউলের সঙ্গে ধৃতদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি ৷" রাকেশ জানিয়েছেন, অভিযুক্তরা যে শুধুমাত্র জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল তাই নয়, বাংলাদেশি জঙ্গিদের থাকা-খাওয়ার বন্দোবস্তও করে দিত ৷

ধৃতদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি-সহ অন্য়ান্য আপত্তিকর জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশ সুপার জানিয়েছেন, "আমরা ইতিমধ্যেই অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়েছি ৷ দুই জায়গা থেকেই আল-কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে ৷ জিহাদি পোস্টার, পুস্তিকা, মোবাইল ফোন, সিম কার্ড এবং পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

ধৃতদের কাজের ধরন সম্পর্কে তথ্য পেশ করতে গিয়ে পুলিশ সুপার বলেন, "পলাতক বাংলাদেশি সন্ত্রাসবাদীদের অসমের গোয়ালপাড়ায় আশ্রয় দিত এই দুই ব্যক্তি ৷ 2019 সালে মাটিয়া থানা এলাকার সুন্দরপুর তিলাপাড়া মাদ্রাসায় এরা একটি ধর্মীয় সভার আয়োজন করেছিল ৷ সেখানে যারা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, তাদের অনেকেই বাংলাদেশের পলাতক সন্ত্রাসবাদী এবং তাদের সঙ্গে আকিসের সরাসরি সম্পর্ক রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.