ETV Bharat / bharat

Crackdown on Child Marriage: বাল্যবিবাহ রুখতে রাজ্যজুড়ে অভিযান, অসমে গ্রেফতার 2,170

author img

By

Published : Feb 4, 2023, 12:56 PM IST

বাল্যবিবাহ রুখতে কঠোর পদক্ষেপ করল (Crackdown on Child Marriage) অসম পুলিশ ৷ রাজ্যজুড়ে তাদের ধরপাকড়ে গ্রেফতার হলেন 2 হাজার 170 জন ৷ সংখ্যাটা আরও বাড়বে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্তা ৷

Assam Police Arrest Thousands to Crackdown on Child Marriage through out the State
প্রতীকী ছবি

গুয়াহাটি, 4 ফেব্রুয়ারি: বাল্যবিবাহের শিকর উপড়ে ফেলতে (Crackdown on Child Marriage) রাজ্যজুড়ে ধরপাকড় শুরু করল অসম পুলিশ (Assam Police Arrest Thousands) ৷ শনিবার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে আইজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার ভুঁইয়া জানান, বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে অসমের নানা প্রান্ত থেকে এখনও পর্যন্ত মোট 2 হাজার 170 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন প্রশান্ত ৷ উল্লেখ্য, বাল্যবিবাহ রুখতে গত 23 জানুয়ারি কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা ৷ তার জেরেই এই ধরপাকড় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে আইজি আইন-শৃঙ্খলা জানান, "বাল্যবিবাহের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ শনিবার সকাল পর্যন্ত রাজ্যজুড়ে আমরা মোট 2 হাজার 170 জনকে গ্রেফতার করেছি ৷ এই সংখ্য়াটা আরও বাড়তে পারে ৷" পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি অসমের বিভিন্ন থানায় মোট 4 হাজার 74টি বাল্যবিবাহ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: বরের বয়স 20, বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতার দিদি-সহ 2

পুলিশের তরফ থেকে আরও জানা গিয়েছে, এদিন সকাল পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্য়ে 52 জন হয় পুরোহিত, আর তা না হলে কাজি ৷ উল্লেখ্য, হিন্দু ও ইসলাম মতে বিয়ে দেওয়ার দায়িত্ব বর্তায় যথাক্রমে এই পুরোহিত এবং কাজিদের উপরেই ৷ আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে ধৃতদের অধিকাংশই রাজ্যের মূলত চারটি জেলার বাসিন্দা ৷ এই চারটি জেলা হল, ধুবরি, বরপেটা, কোকরাঝড় এবং বিশ্বনাথ ৷

পুলিশের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, তাঁদের হাতে আসা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই রাজ্যজুড়ে অসংখ্য জায়গায় অভিযান চালানো হয়েছে ৷ তার জেরেই এতজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ৷ এই প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, "মাস দুয়েক আগের মুখ্যমন্ত্রী পুলিশকে জানান, তাঁর কাছে বাল্যবিবাহ সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে ৷ যা অত্যন্ত উদ্বেগজনক ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাল্যবিবাহের ঘটনা ঘটছে বলে জানতে পারেন মুখ্যমন্ত্রী ৷ এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেন তিনি ৷ এরপর সমস্ত জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেওয়া হয় ৷ তাঁরা বাল্যবিবাহ নিয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলেন ৷ এর ফলেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে অসংখ্য তথ্য হাতে পাই এবং তার ভিত্তিতেই লাগাতার অভিযান শুরু হয় ৷" ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করার কাজ চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.