ETV Bharat / bharat

The Kashmir Files : কাশ্মীর ফাইলস দেখার জন্য সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিলেন হিমন্ত

author img

By

Published : Mar 16, 2022, 6:43 PM IST

The Kashmir Files Controversy
The Kashmir Files : কাশ্মীর ফাইলস দেখার জন্য সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিলেন হিমন্ত

মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ওই সিনেমাটি দেখেন (Assam CM Himanta Biswa Sarma announces a half day special leave for employees to watch The Kashmir Files) ৷ এর পর তিনি ওই সিনেমা দেখার জন্য রাজ্য সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি মঞ্জুর করলেন তিনি ৷

দিসপুর (অসম), 16 মার্চ : ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য রাজ্য সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি মঞ্জুর করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma announces a half day special leave for employees to watch The Kashmir Files) ৷ বুধবার তিনি এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, যাঁরা সিনেমা দেখতে যাবেন, তাঁদের পরদিনের টিকিট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখিয়ে অর্ধদিবস ছুটির আবেদন করতে হবে ৷

মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী নিজেই বিবেক অগ্নিহোত্রীর ওই সিনেমাটি দেখেন ৷ তাঁর সঙ্গে ছিলেন অসমের মন্ত্রী ও বিজেপি বিধায়করা ৷ তার পরই তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য এই ঘোষণা করেন (The Kashmir Files leaves in Assam) ৷

‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এখন ভারতে সবচেয়ে চর্চিত সিনেমা ৷ সোশ্যাল মিডিয়ায় কেউ এই সিনেমার প্রশংসা করছেন, তো কেউ সমালোচনা করছেন ৷ এই পরিস্থিতিতে এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বিজেপি শাসিত রাজ্যগুলি একে একে অনুপম খের-মিঠুন-পল্লবী যোশী অভিনীত এই সিনেমাকে ট্যাক্স ফ্রি বলে ঘোষণা করেছে ৷ সেই তালিকায় অসমের মতো ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গোয়ার মতো রাজ্য রয়েছে ৷

আরও পড়ুন : The Kashmir Files Controversy : বলিউডের নীরবতাকে পাত্তা দিচ্ছেন না, সিরিজের পরিকল্পনা পরিচালকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.