Asaduddin Owaisi বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে কেন্দ্রকে তোপ ওয়েইসির

author img

By

Published : Aug 20, 2022, 4:00 PM IST

Asaduddin Owaisi slams Centre as Gujarat Government released Bilkis Bano rapists
Asaduddin Owaisi বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে কেন্দ্রকে তোপ ওয়েইসির ()

বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে (Bilkis Bano Gangrape Case) কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমীন (All India Majlis-e-Ittehadul Muslimeen) বা এআইএমআইএম (AIMIM) এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) ৷

হায়দরাবাদ, 20 অগস্ট: বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে (Bilkis Bano Gangrape Case) কেন্দ্রকে তোপ দাগলেন 'অল ইন্ডিয়া মজলিস-ইত্তেহাদুল মুসলিমীন' (All India Majlis-e-Ittehadul Muslimeen) বা এআইএমআইএম (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ সম্প্রতি বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী 11 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মকুব করে তাদের মুক্তি দেওয়া হয় ৷ এমনকী, স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে ওই 11 জনকে রীতিমতো মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় ! করানো হয় মিষ্টিমুখ ! এই ঘটনায় সারা দেশেই সমালোচনার মুখে পড়তে হয়েছে গুজরাতের বিজেপি সরকারকে ৷ ঘটনায় প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও ৷

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন আসাদউদ্দিন ৷ তাঁর কথায়, "স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলেছিলেন ৷ অথচ সেই একই দিনে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী 11 জনকে মুক্তি দিয়ে দেওয়া হল ৷ একটি সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, স্বাধীনতা দিবসে কখনও ধর্ষকদের মুক্তি দেওয়া উচিত নয় ৷ কিন্তু, বিজেপি সেই নির্দেশিকাও মানেনি ৷ শুধুমাত্র আসন্ন গুজরাত নির্বাচনে জেতার জন্যই বিজেপি এসব করছে ৷ একজন মহিলা অবশ্যই বিলকিস বানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারবেন ৷ আমরা দোষীদের মুক্তির বিরোধিতা করব এবং তাদের যাতে পুনরায় জেলে পাঠানো হয়, সেই আবেদন করব ৷"

আরও পড়ুন: BJP MLA Praises Bilkis Bano Rapist ওরা ব্রাহ্মণ, স্বভাব চরিত্রও ভালো, বিলকিসের ধর্ষকদের প্রশংসায় বিজেপি বিধায়ক

এই ঘটনা প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) নিশানা করেন আসাদউদ্দিন ৷ তিনি বলেন, "বিলকিসের উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন যে ব্যক্তি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী ৷ অথচ বিলকিস বানো আজও রাস্তাতেই রয়েছেন ৷ আমি প্রধানমন্ত্রীকে আবেদন করব, তিনি যেন বিলকিস বানোকে সুবিচার পেতে সহযোগিতা করেন ৷"

বিলকিস বানো গণধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে মোদির বিরুদ্ধে কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন আসাদউদ্দিন ৷ তাঁর কথায়, "এবারের স্বাধীনতা দিবসের ভাষণে মোদি দেশবাসীর উদ্দেশে বলেন, তাঁরা যেন এমন কোনও কাজ না করেন, যাতে নারীর সম্মান ক্ষুণ্ণ হয় ৷ তিনি নারী শক্তিকে সমর্থন করার কথা বলেলেন ৷ অথচ সেই একই দিনে গুজরাতের বিজেপি সরকার 11 জন ধর্ষককে মুক্তি দিয়ে দিল ! এখানেই বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.