ETV Bharat / bharat

Arvind Kejriwal on BJP: 'চব্বিশের নির্বাচনে বিজেপিকে হারানো দেশপ্রেমের কাজ', মন্তব্য কেজরিওয়ালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 12:24 PM IST

Updated : Oct 23, 2023, 2:00 PM IST

ETV Bharat
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিয়াওল

2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ একটি প্রচারে আসন্ন নির্বাচনে বিজেপিকে হঠানোর ডাক দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এমনকী বিজেপিকে ধরাশায়ী করাকে দেশপ্রেমের সঙ্গে তুলনা করলেন আপ প্রধান ৷

নয়াদিল্লি, 23 অক্টোবর: "বিজেপিকে পরাজিত করাটাই দেশপ্রেমের সবচেয়ে বড় নজির", বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ দু'দুবার কেন্দ্রে শাসকদল থাকা সত্ত্বেও বিজেপি দেশের কোনও উন্নতি সাধনই করতে পারেনি ৷ তাই 2024 সালের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে গদিচ্যুত করা নিয়ে এই মন্তব্য করেন আপ প্রধান ৷

দিল্লিতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, "আমার কেন্দ্রের মানুষ আপের কর্মী-সমর্থদকের প্রশংসা করেন ৷ কিন্তু আপের কর্মীরা অন্য কোনও রাজনৈতিক দল থেকে উঠে আসেননি ৷ তাঁদের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই ৷ একইভাবে অন্য দলগুলির মতো আমাদের কোনও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার বাসনা নেই ৷ আমাদের কারও রাজনৈতিক অতীত নেই ৷ এমনকী আপের প্রবীণ নেতাদেরও নয় ৷ আমারও নয়, মণীশ শিশোদিয়ারও নয় ৷ আমরা সবাই সাধারণ মানুষ ৷"

আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল দাবি করেন, অন্য রাজনৈতিক দলগুলি অনেক সময়ই গুন্ডাগিরি করে ৷ কিন্তু আপের নেতা, কর্মীরা বিনয়ী, তাই মানুষ তাঁদের পছন্দ করে ৷ তিনি বলেন, "এটাই আপের ট্রেডমার্ক" ৷ বিজেপি সরকারকে তুলোধনা করে আপের প্রধান কেজরিওয়াল বলেন, "বিজেপি চাইলে দেশের দারুণ উন্নতি করতে পারত ৷ দ্বিতীয় বারও তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে, কিন্তু সেটা হয়নি ৷"

তিনি আরও বলেন, "অনেক বড় বড় শিল্পপতিদের দুর্নীতির তদন্ত করছে সিবিআই আর ইডি ৷ এদিকে সম্প্রতি 12 লক্ষ ধনী ব্যবসায়ী ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন ৷ এটা খুব গুরুতর বিষয় ৷"

এদিকে যারা অন্যায় কাজ করছে, তাদের আশ্রয় দিচ্ছে বিজেপি ৷ এই অভিযোগ করে আপ-প্রধান বলেন, "কেউ চুরি করছে, গুন্ডাগিরি করছে, কোনওভাবে হেনস্থা করছে ৷ কিন্তু কোনও তদন্তকারী সংস্থা তাঁদের ছুঁতে পারবে না ৷" জিএসটি, বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মতো সাম্প্রতিক সমস্যাগুলিও কেজরিওয়াল উল্লেখ করেন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷

আরও পড়ুন: মণিপুর ইস্যুতে উত্তাল দিল্লি বিধানসভা, মোদিকে আক্রমণ কেজরির

Last Updated :Oct 23, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.