PM Modi Birthday: জন্মদিনে হাজার হাজার চায়ের কাপ দিয়ে প্রধানমন্ত্রীর মূর্তি গড়লেন সুদর্শন

author img

By

Published : Sep 17, 2022, 9:46 AM IST

Updated : Sep 17, 2022, 10:12 AM IST

Artist Sudarsan Pattnaik creates sand sculpture wishing PM Modi on his birthday
Artist Sudarsan Pattnaik creates sand sculpture wishing PM Modi on his birthday ()

ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে (PM Modi Birthday) তাঁকে অভিনন্দন জানালেন অভিনব উপায়ে ৷ চায়ের কাপ দিয়ে বালির ভাস্কর্য তৈরি করেছেন তিনি । তাতে লেখা শুভ জন্মদিন মোদিজি (sand sculpture wishing PM Modi on his birthday) ৷

পুরী(ওড়িশা), 17 সেপ্টেম্বর: প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক (Sand Artist Sudarsan Pattnaik) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর 72 তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন (PM Narendra Modi Birthday) ৷ তিনি ওড়িশার পুরী সমুদ্র সৈকতে 1213টি মাটির চায়ের কাপ দিয়ে একটি পাঁচ ফুট বালির ভাস্কর্য তৈরি করেছেন । সঙ্গে লেখা 'শুভ জন্মদিন মোদিজি' (Happy Birthday Narendra Modi) ।

এর সঙ্গেই তিনি তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 5 ফুট উঁচু বালির মূর্তি। ভাস্কর্যটির জন্য সুদর্শন প্রায় পাঁচ টন বালি ব্যবহার করেছেন । তিনি প্রধানমন্ত্রীর প্রতিটি জন্মদিনে বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন (sand sculpture wishing PM Modi on his birthday) ।

সুদর্শন বলেন, "আমরা এই মাটির চায়ের গ্লাস ব্যবহার করেছি নরেন্দ্র মোদির চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী (chaiwala to pm) হওয়া পর্যন্ত যে যাত্রা তা তুলে ধরতে । এখানে আমি আমার শিল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালাম ।"

আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রীর 72তম জন্মদিন, দীর্ঘায়ু কামনা করে টুইট রাষ্ট্রপতি মুর্মুর

উল্লেখ্য, পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক সারা বিশ্বে 60টিরও বেশি আন্তর্জাতিক বালি আর্ট চ্যাম্পিয়নশিপ ও উৎসবে অংশগ্রহণ করেছেন ৷ দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন । সুদর্শন সবসময় তাঁর শিল্পের মাধ্যমে একটি সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ।

Last Updated :Sep 17, 2022, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.