ETV Bharat / bharat

Woman Set Ablaze: দেড় মাসে দ্বিতীয় ঘটনা, দুমকায় বিয়েতে নারাজ প্রেমিকাকে জ্যান্ত জ্বালিয়ে হত্যা যুবকের

author img

By

Published : Oct 7, 2022, 5:05 PM IST

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 22 বছরের মারুতি কুমারীকে গায়ে (Second Dumka petrol kand) পেট্রল ঢেলে পুড়িয়ে মারার (Woman Set Ablaze) অভিযোগ উঠল রাজেশ রাউতের বিরুদ্ধে (Girl burnt to death)৷

Another Woman In Jharkhand's Dumka Set Ablaze For Turning Down marriage Proposal
দেড় মাসে দ্বিতীয় ঘটনা, দুমকায় বিয়েতে নারাজ প্রেমিকাকে জ্যান্ত জ্বালিয়ে হত্যা

রাঁচি, 7 অক্টোবর: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল যুবক (Woman Set Ablaze)৷ ঝাড়খণ্ডের সেই 22 বছরের তরুণীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হল না ৷ মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই তরুণী ৷ মারুতি কুমারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজেশ রাউত তাঁকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ ৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Girl burnt to death)৷

মারুতি কুমারী এবং রাজেশ রাউতের মধ্যে 2019 সাল থেকে বন্ধুত্ব ছিল । রাজেশ সে বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন । তার পরও তিনি মারুতির সঙ্গে সম্পর্ক বজায় রাখেন ও তাঁকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন ৷ কিন্তু মারুতি এই প্রস্তাবে রাজি ছিলেন না ৷ এরপর মারুতির পরিবারের সদস্যরাও তাঁর বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকেন । কিন্তু রাজেশ রাউত বলেছিলেন যে, তিনি কেবল মারুতিকে বিয়ে করবেন এবং যদি তিনি তা না করেন তাহলে তিনি দুমকার আগের ঘটনার মতো মারুতিকে পুড়িয়ে হত্যা করবেন ৷ বৃহস্পতিবার রাতে ঠিক সেই ঘটনাই ঘটান অভিযুক্ত । রাজেশ দরজা ভেঙে মারুতির ঘরে ঢুকে তাঁর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ । অভিযুক্ত রাজেশ রাউত রামগড় থানা এলাকার মহেশপুর গ্রামের বাসিন্দা (Turning Down marriage Proposal)।

আরও পড়ুন: বিয়েতে নারাজ প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত বিবাহিত প্রেমিক

পুলিশ এই ঘটনায় এখনও অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করতে পারেনি ৷ তাঁর সন্ধানে তল্লাশি চলছে ৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ কোথায় কোথায় রাজেশ লুকিয়ে থাকতে পারে, সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে ৷ পুলিশের দাবি, শিগগিরই রাজেশকে গ্রেফতার করা হবে ৷

দেড় মাসের মধ্যে দুমকায় এমন দ্বিতীয় ঘটনা ঘটল (Second Dumka petrol kand)। 23 অগস্ট একই রকমভাবে শাহরুখ নামে এক যুবক 16 বছরের অঙ্কিতা কুমারী (Ankita Kumari Murder Case) নামে এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে । অভিযোগ, বাড়িতে ঘুমন্ত অবস্থায় নাবালিকাকে পুড়িয়ে মেরেছিলেন শাহরুখ । নাবালিকাকে আশংকাজনক অবস্থায় রাঁচির রিমস-এ নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.