ETV Bharat / bharat

"বড্ড দেরি হয়ে গেছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবি প্রসঙ্গে মন্তব্য কন্যার

author img

By

Published : Jan 23, 2021, 9:25 AM IST

"বড্ড দেরি হয়ে গিয়েছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতায় কন্যা
"বড্ড দেরি হয়ে গিয়েছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতায় কন্যা

125তম জন্মদিনের ঠিক আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি উঠেছে ৷

দিল্লি, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতা করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ ৷ তাঁর মতে, এতদিন পর তাঁকে ভারতরত্ন দেওয়ার কোনও মানে হয় না ৷ কারণ তিনি মনে করেন, এক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে ৷

125তম জন্মদিনের ঠিক আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি উঠেছে ৷ এই বিষয়ে অনিতা বসু পাফ বলেছেন, "এতদিন পর নেতাজিকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবির আমরা বিরোধিতা জানাই ৷ এর আগে কম যোগ্যতা সম্পন্ন বহু মানুষ এই সম্মান পেয়েছেন ৷ নেতাজিকে প্রথম ভারতরত্ন দেওয়া হলে সেটাই হত যথাযথ ৷ কিন্তু এখন আর সেটা সম্ভব নয় ৷" যদিও নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে উচ্চ পর্যায়ের কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ আশা করছেন, যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন ৷

125 তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে রেলমন্ত্রক ৷ হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে তা নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল ৷ এই সিদ্ধান্তে খুশি নেতাজি কন্যা ৷ তাঁর মতে, রেলমন্ত্রকের এই সিদ্ধান্ত একেবারে যথাযথ ৷ তথ্য় অনুযায়ী, 1941 সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন ৷ সেই কারণেই 23 জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক ৷

এদিকে নেতাজির জন্মজয়ন্তী 'পরাক্রম দিবস' নাকি 'দেশনায়ক দিবস' হিসেবে পালিত করা হবে তা নিয়ে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব প্রকট হয়েছে ৷ এই বিষয়ে অনিতা বসু পাফের মন্তব্য, "দুটো নাম তুলে ধরা হয়েছে ৷ এক্ষেত্রে দুই তরফের সহযোগিতা থাকলে ভালাে হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.