ETV Bharat / bharat

Amritpal Singh Arrest: 'আমার ছেলে সিংহের মতো আত্মসমর্পণ করেছে', দাবি অমৃতপালের মায়ের

author img

By

Published : Apr 24, 2023, 9:18 AM IST

Etv Bharat
অমৃতপালকে সিংহের সঙ্গে তুলনা

গ্রেফতারির পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ছেলেকে সিংহের সঙ্গে তুলনা করলেন অমৃতপাল সিংয়ের মা বলবিন্দর কৌর ৷ যদিও পুলিশের পালটা দাবি অমৃতপালকে গুরুদ্বারা ঘিরে ফেলে গ্রেফতার করা হয়েছিল ৷ যার জেরে তাঁর পালানোর কোনও উপায় ছিল না।

পঞ্জাব, 24 এপ্রিল: স্বঘোষিত খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের বাবা-মায়ের বিশ্বাস তাঁদের ছেলে পুলিশের হাতে গ্রেফতার হননি। বরং 'শিখ সরূপ' (শিখেদের চিরাচরিত পোশাক) দান করে এবং 'নিতনেম' (দৈনিক প্রার্থনা) করার পর আত্মসমর্পণ করেছেন। এবং সবটাই ঘটেছে গুরুদ্বারে গুরুগ্রন্থ সাহেবের উপস্থিতি। আর তাই অমৃতপালের বাবা-মা ছেলেকে কার্যত সিংহের সঙ্গে তুলনা করতেও পিছপা হলেন না ৷

কট্টরপন্থী অমৃতপাল সিংকে রবিবার ভোরে মোগার একটি গুরুদ্বারের সামনে থেকে গ্রেফতার করা হয় ৷ এর আগেও তাঁকে একবার পুলিশ গ্রেফতার করেছিল । সে সময় তাঁর সহযোগী-সমর্থকরা আজনালা থানায় হামলা চালিয়ে অমৃতপালকে ছাড়িয়ে নিয়ে যায় ৷ এরপর থেকে ফেরার ছিলেন খালিস্থানপন্থী নেতা ৷ একাধিক রাজ্যে চিরুনী তল্লাশি এবং তাঁর একের পর এক সহযোগী গ্রেফতারের পর অবশেষে রবিবার অমৃতপালের নাগাল পায় পঞ্জাব পুলিশ ৷

যদিও এরপরই গ্রেফতারের প্রাথমিক প্রতিক্রিয়ায় ছেলেকে সিংহের সঙ্গে তুলনা করলেন অমৃতপাল সিংয়ের মা বলবিন্দর কৌর ৷ তিনি যে তাঁর ছেলের জন্য গর্বিত তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ৷ অমৃতপালের মায়ের কথায়, "সে একজন সিংহ, এবং সে সিংহের মতোই আত্মসমর্পণ করেছে ৷" পাশাপাশি অমৃতপাল সিংয়ের বাবা তারসেম সিং দাবি করেন, তাঁর ছেলে আদতে মাদকের বিরুদ্ধে লড়াই করছেন। অন্যদিকে তাঁর গ্রেফতারের বিরুদ্ধে পরিবার আইনি লড়াই করবে বলেও এদিন জানিয়েছেন অমৃতপাল সিংয়ের কাকা সুখচৈন সিং ৷

বাবা তারসেম সিং বলেন, "আমি সঙ্গতকে অনুরোধ করছি যে আমার ছেলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, তাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ছেলে মাদকের বিরুদ্ধে লড়াই করছে। সে আজও শিখ পোশাক পরে।" সেই সঙ্গে তারসেম সিংয়ের অভিযোগ, গ্রেফতারের পর এখনও পরিবারের সঙ্গে অমৃতপালের কোনও কথা বলানো হয়নি ৷ যোগাযোগও করা হয়নি ৷ পরিবার সংবাদমাধ্যমে যে ছবি দেখেছে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘মৃত্যুর পরোয়ানা’ জারি হয়ে গিয়েছে শিন্ডে সরকারের, মন্তব্য সঞ্জয় রাউতের

রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, অমৃতপালকে রবিবার সকালে পুলিশ কর্মীরা রোদে গ্রামের এক গুরুদ্বারা থেকে গ্রেফতার করেছে ৷ গুরুদ্বারা ঘিরে ফেলার পর তাঁর পালানোর কোনও উপায় ছিল না। ভিন্দ্রানওয়ালেও ছিলেন এই রোদে গ্রামের বাসিন্দা ৷ অমৃতপালকেও গত বছর এই গ্রামেই এক অনুষ্ঠানে 'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.