ETV Bharat / bharat

Shah Orders NIA Probe: বিজয়নের থেকে পরিস্থিতি জানলেন শাহ, কেরল বিস্ফোরণের এনআইএ তদন্তের নির্দেশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 1:11 PM IST

Updated : Oct 29, 2023, 4:50 PM IST

Shah Orders NIA Probe
অমিত শাহ ও পিনারাই বিজয়ন

Amit Shah Orders NIA Probe on Kerala Blast: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের থেকে বিস্ফোরণের পরিস্থিতি জানলেন অমিত শাহ ৷ রবিবার কেরলের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিলেন তিনি ৷

কেরল বিস্ফোরণের এনআইএ তদন্তের নির্দেশ

নয়াদিল্লি/এর্নাকুলাম, 29 অক্টোবর: কেরলের কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলাকালীন বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ ও এনএসজি-কে তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ঘটনার পরই এ বিষয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেন তিনি ৷

রবিবার সকালে কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণের পরই সেখানকার খোঁজখবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি জানতে চান ৷ তিনি গোটা পরিস্থিতির পর্যালোচনা করে এনআইএ এবং এনএসজি-কে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন ।

এ দিকে, কেরলের ডিজিপি ডা. শাইক দর্বেশ সাহেব ঘটনাস্থলে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আজ সকাল 9:40-এ জামরা আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে একজন মারা যান এবং 36 জন চিকিৎসাধীন রয়েছেন ৷ আমরা প্রত্যক্ষ করেছি যে, সম্মেলন কেন্দ্রে একটি আঞ্চলিক সম্মেলন হচ্ছিল । আমাদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন । আমাদের অতিরিক্ত ডিজিপিও আসছেন । আমিও খুব শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে যাব । আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি, এর পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন: কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণে মৃত 1, আহত বেশ কয়েকজন; তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার সকালে কেরলের কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে জোরালো বিস্ফোরণ ঘটে ৷ পুলিশ জানিয়েছে যে, বিস্ফোরণটি ঘটে জামরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে, যেখানে যিহোবার সাক্ষিদের একটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি । বিস্ফোরণে আহতদের কালামাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এটে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বলে আখ্যা দেন । তিনি বলেন, "আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি । এর্নাকুলামে সব শীর্ষ আধিকারিক রয়েছেন । ডিজিপি ঘটনাস্থলে যাচ্ছেন । আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছি । আমি ডিজিপির সঙ্গে কথা বলেছি । তদন্তের পর বিস্তারিত জানতে হবে ৷"

Last Updated :Oct 29, 2023, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.