ETV Bharat / bharat

Amit Shah: ফটো সেশনের বৈঠক বিরোধীদের, কটাক্ষ অমিত শাহের

author img

By

Published : Jun 23, 2023, 3:22 PM IST

Amit Shah
Amit Shah

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে শুক্রবার পটনায় বৈঠকে বসেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ ওই বৈঠককে বিরোধীদের ফটো সেশন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

জম্মু, 23 জুন: ছবি তুলতে বিহারের পটনায় হাজির হয়েছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা ৷ এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শুক্রবার তাই তিনি এই বৈঠককে বিরোধীদের 'ফটো সেশন' বলে উল্লেখ করেছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি 2024 সালের লোকসভা নির্বাচনে জিতবে ৷ আর কেন্দ্রের ক্ষমতা ধরে রাখবে ।

এ দিনই সরকারি সফরে জম্মু ও কাশ্মীরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানে তাঁকে বিরোধীদের এই মেগা বৈঠক নিয়ে প্রশ্ন করা হয় ৷ উত্তরে তিনি বলেন, "আজ পটনায় একটি ফটো সেশন চলছে । সমস্ত বিরোধী নেতারা এক মঞ্চে জড়ো হয়েছেন । তারা (বিরোধীরা) বিজেপি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করতে চায় ।"

এর পর মোদির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য়ের সংযোজন, "আমি বিরোধী নেতাদের বলতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না । এবং যদি আপনারা এক হতে পারেন, তাহলে এটা নিশ্চিত যে 2024 সালে নরেন্দ্র মোদি আবার 300টিরও বেশি আসনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হবেন ।"

এর আগে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রিসভায় শাহের সতীর্থ স্মৃতি ইরানি ৷ তিনিও বিরোধীদের বৈঠককে কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, কংগ্রেস স্বীকার করে নিল যে তারা একা প্রধানমন্ত্রী মোদিকে পরাজিত করতে পারবে না ৷ এটা করতে তাদের অন্যদের সমর্থন প্রয়োজন ।

আরও পড়ুন: তেলেঙ্গানায় সরকার গড়বে কংগ্রেস, পটনায় আত্মবিশ্বাসের সুর রাহুলের গলায়

তিনি বলেন, "আমি বিশেষ করে কংগ্রেসকে প্রকাশ্যে ঘোষণা করার জন্য ধন্যবাদ জানাই যে তারা একা প্রধানমন্ত্রী মোদিকে পরাজিত করতে পারবে না এবং এটা করতে তাদের অন্যদের সমর্থন প্রয়োজন । এটা হাস্যকর যে সেই লোকেরা একত্রিত হচ্ছে, যারা দেশকে ইঙ্গিত দিতে চায় যে মোদিজির সামনে তাদের নিজস্ব ক্ষমতা অপর্যাপ্ত ।"

প্রসঙ্গত, 2024 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে হারানোর জন্য বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছে ৷ তাই শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউয়ের নীতীশ কুমারের বাড়িতে এই বৈঠক বসেছে ৷ বৈঠকের আহ্বায়ক স্বয়ং নীতীশ কুমার ৷

কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপির সুপ্রিমো শারদ পাওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রধান উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল-সহ 15টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দিয়েছেন ৷

আরও পড়ুন: চব্বিশের ভোটে বিজেপিকে হারাতে পটনায় বিরোধীদের মহাবৈঠকে মমতা ও রাহুল সহ 15 দলের নেতারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.