ETV Bharat / bharat

কাজে গিয়ে দিল্লিতে আটকে 10 শ্রমিক, ভিডিয়ো শেয়ার করে ঘরে ফেরার কাতর আবেদন জানালেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 12:05 PM IST

Laborers Hostage in Delhi: দিল্লিতে আটকে ছত্তিশগড়ের ময়নপাট, অম্বিকাপুরের 10 জন পাহাড়ি কোরওয়া শ্রমিক ৷ তাঁদের আটকে রাখা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা ৷ একটি ভিডিয়ো বার্তায় প্রশাসনের কাছেও বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন আটকে থাকা শ্রমিকরা । ​

Laborers Hostage in Delhi
কাজে গিয়ে দিল্লিতে আটকে 10 শ্রমিক

অম্বিকাপুর, 18 ডিসেম্বর: দিল্লিতে কাজে গিয়ে আটকে অম্বিকাপুরের 10 শ্রমিক ৷ বাড়ি ফিরতে চেয়ে সোশাল মিডিয়ায় আবেদন করেছেন আটকে থাকা শ্রমিকরা ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এইরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ আটকে থাকা শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে তাঁদেরকে ফিরিয়ে আনার জন্য আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে ৷

শ্রমিকদের আবেদন: জানা গিয়েছে, আটকে থাকা শ্রমিকরা অম্বিকাপুরের ময়নপাট ব্লকের সুপালগা এলাকার বাসিন্দা ৷ কাজের জন্য তাঁরা দিল্লি গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে আটকে পড়েছেন 10 শ্রমিক ৷ বাড়ি ফিরে আসতে চেয়ে ইতিমধ্যেই আটকে থাকা এক শ্রমিক একটি ভিডিয়ো করে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছেন ৷ তারপরই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে য়ায় এই ভিডিয়োটি ৷ এরপরই আটকে থাকা কোরওয়া প্রজাতির শ্রমিকদের পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন ৷ তাঁদেরকে ফিরিয়ে আনতে আর্জি জানান ৷

ভাইরাল ভিডিয়ো বার্তা: সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে এক শ্রমিক জানান, ময়নাপাটের ওই শ্রমিকদের কাজের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দৈনিক মজুরির বিনিময়ে ৷ কিন্তু সেখানে বেশ কিছুদিন কাজ করেও কোনও মজুরি পাননি তাঁরা ৷ এমনকী তাঁদের পরিচয় পত্র কেড়ে নেওয়া হয়েছে ৷ যেটুকু টাকা পয়সা ছিল সেসব প্রায় শেষের মুখে ৷ এক প্রকার বন্দি দশায় রয়েছেন ওই শ্রমিকরা ৷ যেভাবে হোক তাঁরা পরিবারের কাছে ফিরতে চান এমনটাই আর্জি আটকে থাকা শ্রমিকদের ৷ ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশাল মিডিয়ায় একাধিক শেয়ারও হয়েছে ৷

ঘটনা প্রসঙ্গেই এক শ্রমিকের স্ত্রী জানান, কাজের নামে মজুরির কথা বলে ওই শ্রমিকদের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল ৷ বেশ কিছুদিন হল তাঁরা দিল্লিতে আছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও টাকা পাঠননি বাড়িতে ৷ তাঁদের দাবি, আখখেতে চাষের কাজে লাগানো হচ্ছে শ্রমিকদের ৷ কবে বাড়ি ফিরবে কিছুই জানেন না তাঁরা ৷ এক প্রকার হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন আটকে থাকা এক শ্রমিকের স্ত্রী ৷ প্রশাসনের পক্ষ থেকেও আটকে থাকা শ্রমিকদের ফেরাতে কোনও উদ্য়োগ নেওয়া হয়নি ৷ তাই দ্রুত তাঁদেরকে ফিরিয়ে আনতে আর্জি জানিয়েছে শ্রমিকদের পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন:

  1. টানেল থেকে শ্রমিক উদ্ধার সফল, এবার প্রশ্ন সুড়ঙ্গে আটকে থাকা যন্ত্র ঘিরে!
  2. সুরাতের শিল্পাঞ্চলে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ হয়ে মৃত 7 শ্রমিক
  3. সুড়ঙ্গের 'অন্ধকার' থেকে 'আলোয়' ফিরলেন 41 মৃত্যঞ্জয়ী, অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.