ETV Bharat / bharat

ADM Thrashes Aspirants Teacher অতিরিক্ত জেলাশাসকের লাঠির ঘায়ে মাথা ফাটল হবু শিক্ষকের, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পটনা

author img

By

Published : Aug 22, 2022, 6:58 PM IST

Updated : Aug 22, 2022, 8:25 PM IST

সি টেট ও বি টেট পাশ করেও এখনও নিয়োগপত্র হাতে পাননি ৷ রাজ্যে 2019 পর থেকে বন্ধ শিক্ষক নিয়োগ ৷ তাই দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি চেয়ে রাজধানী পটনায় বিক্ষোভে সামিল হয়েছিলেন সি টেট (CTET), বি টেট (BTET) উত্তীর্ণরা ৷ সেই বিক্ষোভেই অতিরিক্ত জেলাশাসকের (আইনশৃঙ্খলা) মাথা ফাটল এক হবু শিক্ষকের ৷

ADM Thrashes Aspirants Teacher
অতিরিক্ত জেলাশাসকের লাঠির ঘায়ে মাথা ফাটল হবু শিক্ষকের

পটনা, 22 অগস্ট: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সরগরম এ রাজ্য ৷ তদন্তে রাজ্যের প্রথমসারির মন্ত্রী-আমলাদের এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসছে ৷ এবার হবু শিক্ষকদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার চিত্র ধরা পড়ল প্রতিবেশী রাজ্য বিহারও ৷ সি টেট-বি টেট পাশ করেও এখনও নিয়োগপত্র হাতে পাননি ৷ রাজ্যে 2019 পর থেকে বন্ধ শিক্ষক নিয়োগ ৷ তাই দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি চেয়ে রাজধানী পটনায় বিক্ষোভে সামিল হয়েছিলেন সি টেট (CTET)-বি টেট (BTET) উত্তীর্ণরা ৷ সেই বিক্ষোভেই অতিরিক্ত জেলাশাসকের (আইনশৃঙ্খলা) লাঠির আঘাতে মাথা ফাটল এক হবু শিক্ষকের (ADM thrashes teacher aspirant during protest in Patna) ৷

বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের যে ভিডিয়ো এদিন সামনে এসেছে, তা দেখে হবু শিক্ষকের মাথা ফাটানোয় অভিযুক্তের পরিচয় জানা সম্ভব হয়েছে ৷ জানা গিয়েছে, তিনি পটনার অতিরিক্ত জেলাশাসক (আইনশৃঙ্খলা) কে কে সিং (KK Singh) ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির দাবি জানানো এক হবু শিক্ষক জাতীয় পতাকে হাতে মাটিতে শুয়ে রয়েছেন ৷ আর থাকে ব্য়াটন দিয়ে গায়ে এবং মাথায় বেধড়ক পেটাচ্ছেন অতিরিক্ত জেলাশাসক (আইনশৃঙ্খলা) ৷

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পটনা

আরও পড়ুন: জয়পুরে ফার্ম হাউসে পুলিশি অভিযান, গ্রেফতার 13 মহিলা সহ 84

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে কেবল লাঠিচার্জ করাই নয়, ছোড়া হয় জলকামানও ৷ যন্ত্রণায় ছটফট করতে করতেও চাকরির দাবিতে অনড় ছিলেন ওই যুবক ৷ এমনই শ'য়ে শ'য়ে যুবক-যুবতী এদিন ভিড় করেছিলেন পটনার ডাক বাংলো চৌরাহায় ৷ বেধড়ক লাঠি চালানোর পাশাপাশি জাতীয় পতাকাকেও এদিন অসম্মান করতে ছাড়েননি পুলিশ অফিসারেরা ৷ গুরুতর আহত অবস্থায় ওই চাকরিপ্রার্থীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে ৷ রাজ্য কংগ্রেসের মুখপাত্র অসিত নাথ তিওয়ারি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ৷

Last Updated : Aug 22, 2022, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.