ETV Bharat / bharat

Adani Group Stocks Under Pressure: চাপে আদানি গোষ্ঠী, আরও পড়ল শেয়ারের দাম

author img

By

Published : Jan 27, 2023, 3:37 PM IST

শুক্রবারও পড়ল আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দাম (Adani Group Stocks Under Pressure) ৷ কী কারণে তৈরি হল এমন পরিস্থিতি ?

Adani Total Gas shares fell nearly 20 percent as Adani Group Stocks still Under Pressure
ফাইল ছবি

নয়াদিল্লি, 27 জানুয়ারি: শুক্রবারও আদানি গোষ্ঠীর স্টকের উপর চাপ অব্যাহত রইল (Adani Group Stocks Under Pressure) ৷ এদিন সকালে শেয়ার বাজারে কেনাবেচা শুরু হতেই আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম প্রায় 20 শতাংশ পড়ে যায় ৷ এর জন্য বিনিয়োগ গবেষণা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত মার্কিন সংস্থা হিনডেনবার্গ রিসার্চকেই (Hindenburg Research) দায়ী করা হচ্ছে ৷ তথ্য়াভিজ্ঞ মহল বলছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিনডেনবার্গ রিসার্চ যে গুরুতর অভিযোগ তুলেছে, তার জেরেই এই পতন ৷

কতটা পড়ল আদানি গোষ্ঠীর শেয়ারের দাম ?

এদিন আদানি টোটাল গ্য়াস, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি এবং আদানি এন্টারপ্রাইসের শেয়ারের দাম কমেছে যথাক্রমে 19.65, 19, 15.50 এবং 6.19 শতাংশ ৷ পাশাপাশি, আদানি পোর্টস অ্য়ান্ড স্পেশাল ইকোনমিক জোন, আদানি উইলমার এবং আদানি পাওয়ারের শেয়ারের দর কমেছে যথাক্রমে 5.31, 5 এবং 4.99 শতাংশ ৷

আরও পড়ুন: ধারাভি বস্তি উন্নয়ন প্রকল্পের বরাত জিতে নিল আদানি গোষ্ঠী

কেন এই পরিস্থিতি ?

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য বিকৃতি এবং ক্রেতাদের চোখে ধুলো দেওয়া মতো গুরুতর অভিযোগ তুলেছে হিনডেনবার্গ রিসার্চ ৷ তাদের দাবি, বিনিয়োগকারীদের বোকা বানাতে আদানি গোষ্ঠী তাদের একাধিক সংস্থার শেয়ারের দাম ফুলিয়ে, ফাঁপিয়ে দেখিয়েছে ৷ যা প্রতারণা ছাড়া কিছুই নয় ৷ এই অভিযোগ সামনে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারের দাম পড়তে শুরু করেছে ৷

আদানিদের কী বক্তব্য ?

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার আদানিদের তরফ থেকে জানানো হয়, তারা হিনডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথে হাঁটছে ৷ এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে ৷ আদানি গোষ্ঠীর অভিযোগ, তাদের ভাবমূর্তি নষ্ট করতে এবং ব্যবসায়িক ক্ষতি করতেই এমন বেপরোয়া অভিযোগ তোলা হয়েছে ৷ যা ভিত্তিহীন বলেও আদানি গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছে ৷

আদানি গোষ্ঠীর বিবৃতি

আদানি গোষ্ঠীর হয়ে এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করেছেন সংস্থার অন্যতম মাথা যতীন জালুন্ধওয়ালা ৷ তাতে তিনি জানিয়েছেন, "হিনডেনবার্গ রিসার্চের তরফ থেকে গত 24 জানুয়ারি যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই এবং তা দূষিত ৷ এই রিপোর্ট আমাদের বিনিয়োগকারীদের উপর বিরূপ প্রভাব ফেলেছে ৷ এর ফলে ভারতীয় স্টক মার্কেট এবং ভারতীয় নাগরিকদের মধ্যে অপ্রত্যাশিত উদ্বেগ বেড়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.