ETV Bharat / bharat

Sahil Khan : তিনি নির্দোষ, মনোজ ভুয়ো স্টেরয়েড চক্রের সঙ্গে জড়িত ; অভিযোগ অভিনেতা সাহিলের

author img

By

Published : Sep 17, 2021, 1:15 PM IST

মনোজ পাটিলের আত্মহত্যার চেষ্টার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ তিনি সম্পূর্ণ নির্দোষ ৷ মনোজ নিজে ভুয়ো এবং মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেরয়েড বিক্রি করে ৷ সেই পর্দা ফাঁস করতে চেয়েছিলেন অভিনেতা সাহিল, জানালেন সাংবাদিক সম্মেলনে ৷

অভিনেতা সাহিল খান
অভিনেতা সাহিল খান

মুম্বই, 17 সেপ্টেম্বর : নিজেকে নির্দোষ বলে দাবি করলেন অভিনেতা সাহিল খান (Sahil Khan) ৷ 3 দিন আগে প্রাক্তন 'মিস্টার ইন্ডিয়া' (Mr India) মনোজ পাটিল (Manoj Patil) আত্মহত্যার চেষ্টা করেন ৷ অভিনেতা সাহিল তাঁকে হেনস্তা করেছেন, তাই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ করেন ৷ এবার এই অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷

সাহিল পাল্টা অভিযোগ আনেন, ওই অ্যাথলিট বডিবিল্ডারদের ভুয়ো (fake) এবং মেয়াদ ফুরিয়ে যাওয়া (expired) স্টেরয়েড বিক্রি করেন ৷ অভিনেতার দাবি, তাঁর ফেসবুক পোস্ট সেই স্টেরয়েড ব়্যাকেটের পর্দা ফাঁস করার জন্য ৷

আরও পড়ুন : Sonu Sood : সোনু সুদের বাড়ি ও অফিসে আয়কর বিভাগের আধিকারিকরা

বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে অভিনেতা সাহিল জানান, তিনি নির্দোষ ৷ এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই ৷ তিনি বলেন, "পুরো ব্যাপারটা পাটিল এবং রাজ ফৌজদার (Raj Faujdar) (সাংবাদিক বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন), 2 জনের অভ্যন্তরীণ বিষয় ৷ রাজের সঙ্গে আমার একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আলাপ হয় ৷" সাহিল জানান, রাজ একটি ভিডিয়ো ক্লিপ দেখিয়ে দাবি করেন যে, মনোজ পাটিল তাঁর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে তাঁকে উল্টে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেরয়েড দিয়েছে ৷ এর ফলে তাঁর হৃদপিণ্ডের ও চামড়ার সমস্যা দেখা দেয় ৷ ফৌজদারের কাছে এই তথ্যের সপক্ষে বিল, প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে ৷ তিনি বলেন, "আমি ওর ভিডিয়ো আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছি ৷ মানুষের কাছে আবেদন জানিয়েছি, তারা যেন ফৌজদারকে সমর্থন জানান ৷"

16 সেপ্টেম্বর মনোজ পাটিল ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ এখন তিনি কুপার হাসপাতালে (Cooper hospital) চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা স্থিতিশীল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.