ETV Bharat / bharat

Chit Fund Case: চিটফান্ড মামলায় কলকাতায় রায়গড় পুলিশের হাতে গ্রেফতার দুই

author img

By

Published : Apr 9, 2023, 11:02 PM IST

Etv Bharat
রায়গড় পুলিশের হাতে গ্রেফতার দুই

চিটফান্ড নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ এদিন রায়গড় পুলিশের দল প্রস্তুতি নিয়েই শাহজাহান খানের খোঁজে কলকাতায় আসে। কলকাতা পুলিশের সাহায্য়ে অভিযুক্তের ফ্ল্যাটে অভিযান চালায় রায়গড় পুলিশ।

রায়গড়, 9 এপ্রিল: গত এক বছর ধরে চিটফান্ড মামলায় বেশ কয়েকজনকে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে রায়গড় পুলিশ। এবার চিটফান্ড কাণ্ডে বড় সাফল্য পেল রাজ্য়ের পুলিশ। রবিবার রায়গড় পুলিশের একটি দল চিটফান্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। সেই অভিযানেই কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তা শাহজাহান খান এবং তাঁর ভাই শামসুল আলম খান। পাশাপাশি অভিযুক্তদের 60 লক্ষ টাকার বেশি সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এদিন রায়গড় পুলিশের দলটি যাবতীয় প্রস্তুতি নিয়ে শাহজাহান খানের খোঁজে কলকাতায় পৌঁছয়। যাদবপুর পুলিশের সাহায্য়ে অভিযুক্তের 29 তলা ফ্ল্যাটে অভিযান চালায় রায়গড় পুলিশ। ওই ফ্ল্য়াট থেকে অভিযুক্ত দু'জনকেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এদিনই তাঁদের দু'জনকেই রায়গড়ের মুখ্য় বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হয় ৷ আদালত দু'জনকেই দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

ছত্তিশগড় এবং অন্যান্য রাজ্যে অভিযুক্ত দু'জনের বিরুদ্ধেই 35টিরও বেশি মামলা রয়েছে। জানা গিয়েছে, জাঞ্জগীর, কোরবা এবং রায়গড়ে অভিযুক্তরা 314 জন বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় 7 কোটি 54 লক্ষ টাকা নিয়েছিল ৷ পাশাপাশি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে নগদ 3 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার সোনার গয়না, প্রায় 15 লক্ষ টাকা মূল্যের গাড়ি, প্রায় 1 লক্ষ টাকার ঘড়ি, ব্যাংকের পাসবুক, এটিএম ইত্যাদি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে তদন্তের স্বার্থে তাদের অন্যান্য কোম্পানির বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: 'ভারতীয় সংখ্য়ালঘুরা মুঘলদের বংশধর নন !' বললেন গিরিরাজ

প্রসঙ্গত, চিটফান্ড নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ তাঁর নির্দেশের পরই চিটফান্ডের বিরুদ্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে ৷ চিটফান্ডে বিনিয়োগকারীরা যাতে তাঁদের প্রাপ্য় অধিকার ফেরৎ পায় সেকারণে পুলিশকে সতর্ক হওয়ারও নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী ৷ সরকারের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, যে চিটফান্ড সংস্থাগুলিতে বিনিয়োগ করে সাধারণ মানুষের লোকসান হয়েছে, সেই সংস্থার সম্পত্তি থেকেই বিনিয়োগকারীদের প্রাপ্য় বুঝিয়ে দিতে হবে। মুখ্য়মন্ত্রীর নির্দেশের পরই চিটফান্ড সংস্থাগুলির সঙ্গে যুক্তদের ব্য়াপক ধরপাকড় শুরু করেছে। সেই সঙ্গে কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি চিহ্নিত করারও কাজ শুরু করেছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.