CWG 2022: বার্মিংহামে বাঙালির বাজিমাত! রেকর্ড গড়ে ভারোত্তোলনে সোনা অচিন্ত্যর

author img

By

Published : Aug 1, 2022, 6:15 AM IST

Updated : Aug 1, 2022, 8:27 AM IST

Commonwealth Games 2022
Commonwealth Games 2022 ()

73 কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন হাওড়ার তরুণ (Achinta Sheuli clinches Gold in Commonwealth Games 2022) ।

বার্মিংহাম, 1 অগস্ট: কমনওয়েলথ গেমসে সোনা বাংলার অচিন্ত্য শিউলির । ভারোত্তোলনের 73 কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন হাওড়ার তরুণ । ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় তোলেন 166 কিলো । দ্বিতীয়বার ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় তোলেন 170 কিলো (Achinta Sheuli Lifts Games Record 313kg) ।

একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন অচিন্ত্য । ভারোত্তোলনের 73 কিলো বিভাগে রেকর্ড গড়েছেন তিনি । প্রথম চেষ্টায় তোলেন 137 কিলো। পরের বার 140 কিলো, তৃতীয় চেষ্টায় 143 কিলো । গেমস রেকর্ড গড়েন মোট 313 কিলো তুলে ।

আরও পড়ুন : মীরাবাঈয়ের পর 19 বছরের জেরেমি, ভারোত্তোলনে দ্বিতীয় সোনা ভারতের

সঙ্কেত সরগরের রুপো এবং পি গুরুরাজার ব্রোঞ্জের পর সোনা জিতছেন চানু ৷ ভারোত্তোলনে রূপো জিতেছেন বিন্দিয়ারানিও ৷ দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি লালরিন্নুঙ্গা ৷ এবার ফের ভারোত্তোলনে পদকের খাতায় নাম তুলল ভারত ৷

Last Updated :Aug 1, 2022, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.