ETV Bharat / bharat

বাহাদুরগড়ের রাস্তায় গায়ে আগুন এক ব্যক্তির, অভিযুক্ত কৃষক আন্দোলনের চার সদস্য

author img

By

Published : Jun 18, 2021, 3:56 PM IST

আত্মহত্যা নাকি কৃষক আন্দোলনের কর্মীরাই পুড়িয়ে মারলেন মুকেশকে
আত্মহত্যা নাকি কৃষক আন্দোলনের কর্মীরাই পুড়িয়ে মারলেন মুকেশকে

প্রকাশ্যে একজনের গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার করে কিষান মোর্চা জানিয়েছে, মুকেশ নামের ওই ব্য়ক্তি নিজেই গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছিলেন ৷ উল্টে স্বেচ্ছাসেবীরা তাঁকে বাঁচাতে গিয়ে ফেঁসে গিয়েছেন ৷

বাহাদুরগড়, (হরিয়ানা), 18 জুন : গায়ে দাহ্য তরল ঢেলে 42 বছর বয়সী এক ব্যক্তিকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের চার সদস্যের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধেয় হরিয়ানার বাহাদুরগড়ে ৷ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি ৷

পুলিশ জানিয়েছে, মুকেশ নামের ওই ব্যক্তি বাহাদুরগড়ের কাসরা গ্রামের বাসিন্দা ৷ তাঁর ভাই পুলিশে অভিযোগ জানিয়েছে, দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী চারজন মুকেশের গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৷ সেই সময় তারা মাতাল অবস্থায় ছিল ৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ৷ একজন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে, সে হরিয়ানার জিন্দে থাকে ৷

আরও পড়ুন : চিকিৎসকদের হেনস্থার বিরুদ্ধে আজ প্রতিবাদে সামিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে সংযুক্ত কিষান মোর্চা (SKM) ৷ একটি বিবৃতিতে এসকেএম নেতা বলবীর সিং রাজেওয়াল, দর্শন পাল-সহ আরও অনেকে দাবি করেন যে, মুকেশ নিজেই নিজের গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন ৷ কিষান মোর্চার স্বেচ্ছাসেবীরা দেখামাত্র ছুটে গিয়ে আগুন নিভিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করে ৷ স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল থেকে জানতে পারেন যে, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ পেট্রল পাম্পের এক কর্মচারী ওই ব্যক্তিকে মুকেশ নামে চিনতে পেরে তাঁর পরিবারকে খবর দেয় ৷ কৃষক নেতারা ক্ষোভ প্রকাশ করেন যে, যাঁরা একজন অপরিচিত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেন, তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানো হল ৷

ইতিমধ্যে মৃত ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়ে গিয়েছে ৷ কৃষক নেতাদের মতে, কৃষক আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা চলছে ৷ এই ব্যক্তির মৃত্যুর জন্য কৃষক নেতাদের দায়ী করা হচ্ছে, এটা বিজেপি সরকারের ষড়যন্ত্র ৷

কৃষক সংগঠনের তরফে হরিয়ানা সরকারের কাছে পরিচ্ছন্ন তদন্তের আবেদন জানানো হয়েছে ৷ সেদিন ঠিক কী হয়েছিল, তার অনুসন্ধানে কৃষক সংগঠন সব দিক থেকে সাহায্যের আশ্বাস দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.