ETV Bharat / bharat

Myanmarese in Manipur: গত সপ্তাহে 718 মায়ানমারবাসী অবৈধ ভাবে ঢুকেছেন মণিপুরে, জানাল স্বরাষ্ট্র দফতর

author img

By

Published : Jul 25, 2023, 12:23 PM IST

Updated : Jul 25, 2023, 12:59 PM IST

Home Department says Myanmarese entered Manipur illegally: গত সপ্তাহে 718 জন মায়ানমারবাসী অবৈধ ভাবে মণিপুরে ঢুকে পড়েছেন বলে বিবৃতি দিয়ে জানাল সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর ৷

Myanmarese Entered Manipur Illegally
Myanmarese Entered Manipur Illegally

ইম্ফল, 25 জুলাই: গত সপ্তাহে 301টি শিশু-সহ অন্তত 718 জন মায়ানমারের নাগরিক অবৈধ ভাবে মণিপুরে প্রবেশ করেছে ৷ এমনই দাবি করেছে সে রাজ্যের সরকার ৷ স্বরাষ্ট্র দফতরের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, 22 ও 23 জুলাই ভারত-মায়ানমার সীমান্ত রক্ষাকারী বাহিনী অসম রাইফেলস চান্দেল জেলা দিয়ে অবৈধ অনুপ্রবেশের কথা জানিয়েছে ৷

মণিপুরের মুখ্যসচিব বিনীত জোশি অসম রাইফেলসের কাছ থেকে জানতে চেয়েছেন যে, কীভাবে মায়ানমারের নাগরিকদের যথাযথ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশের অনুমতি পেল ৷ অবিলম্বে তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাহিনীকে বলেন মুখ্যসচিব ।

বিনীত জোশি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, "অসম রাইফেলস 28 সেক্টরের সদর দফতর থেকে রিপোর্ট পাওয়া গিয়েছে যে, 718 জন শরণার্থী ভারত-মায়ানমার সীমান্ত অতিক্রম করেছে এবং নিউ লাজংয়ের এলাকায় প্রবেশ করেছে ৷" মায়ানমারের 718 জন শরণার্থীর মধ্যে 209 জন পুরুষ, 208 জন মহিলা ও 301টি শিশু রয়েছে ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, 22 জুলাই লাজং এলাকায় 13 জন মায়ানমারের নাগরিক প্রবেশ করেছিলেন । তার পরের দিন অর্থাৎ 23 জুলাই মোট 230 জন মায়ানমারবাসী নিউ লাজাংয়ে প্রবেশ করেন ৷ 89 জন প্রবেশ করেন নিউ সমতলে, 143 জন ইয়াংনোমফাই গ্রামে, 175 জন ইয়াংনোমফাই স মিলে, 30 জন আইভোমজাংয়ে এবং 38 জন ভনসেতে এসেছিলেন ।

আরও পড়ুন: 'মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত', অমিত শাহের কথাতেও ভিজল না চিঁড়ে

বিবৃতিতে বলা হয়েছে, "রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুসারে বৈধ ভ্রমণ নথি ছাড়া মায়ানমারের নাগরিকদের মণিপুরে প্রবেশ ঠেকাতে ও কঠোর ব্যবস্থা নিতে সীমান্তরক্ষী বাহিনী অসম রাইফেলসকে স্পষ্টভাবে জানিয়েছিল । রাজ্য সরকার বেআইনি প্রবেশকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে কারণ এটির আন্তর্জাতিক প্রভাব থাকতে পারে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ৷"

সরকার চান্দেল জেলার ডেপুটি কমিশনার এবং এসপি-কে অবৈধ শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি তদারকি করার এবং মায়ানমারের সকল নাগরিকের বায়োমেট্রিক্স ও ছবি রাখার পরামর্শ দিয়েছে ।

মায়ানমারের সঙ্গে মণিপুরের 398 কিলোমিটার দীর্ঘ ফাঁকফোকড়যুক্ত সীমান্ত রয়েছে । চিনরা, যাঁরা মণিপুরের কুকিদের সঙ্গে জাতিগত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাঁরা মায়ানমারের দিকে থাকেন ।

Last Updated : Jul 25, 2023, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.