ETV Bharat / bharat

Old Man Obscene Gesture: অশালীন ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেফতার 1

author img

By

Published : Feb 1, 2023, 6:03 PM IST

নাবালিকাকে বাড়িতে ডেকে অশালীন ভিডিয়ো দেখানোর অভিযোগ (Old Man Obscene Gesture) ৷ পকসো আইনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল পরিবার ৷ মুম্বইয়ের ওরলি থানা এলাকার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ৷

Old Man Obscene Gesture ETV BHARAT
প্রতীকী ছবি

মুম্বই, 1 ফেব্রুয়ারি: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে বছর ষাটের এক ব্য়ক্তিকে গ্রেফতার করল মুম্বইয়ের ওরলি থানার পুলিশ ৷ অভিযোগ, নাবালিকাকে ওই ব্যক্তি তাঁর মোবাইল ফোন থেকে অশ্লীল ভিডিয়ো দেখিয়েছিলেন (60 Year Old Man Shows Obscene Videos to Minor in Mumbai) ৷ বিষয়টি ওই নাবালিকা তার পরিবারকে জানালে, তারা পুলিশে অভিযোগ দায়ের করেছে ৷ অভিযুক্ত ভাস্কর তারিকে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা তার টিউশন ক্লাস থেকে বাড়ি ফিরেছিল ৷ সেই সময় তার বাড়িতে কেউ ছিল না ৷ সেই সুযোগে অভিযুক্ত নাবালিকাকে তাঁর বাড়িতে ডাকেন ৷ সেখানে নিজের মোবাইলে অশালীন ভিডিয়ো দেখান এবং তার যৌন হেনস্থা করে বলে অভিযোগ ৷ পুরো ঘটনাটি ওই নাবালিকা তার বাড়ির লোককে জানায় ৷ এর পরেই অভিযুক্ত ভাস্কর তারির বিরুদ্ধে ওরলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার ৷

ওরলি থানার তরফে জানানো হয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত ভাস্কর তারিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি, পরবর্তী তদন্তের জন্য তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ একটি তদন্তকারী দলও গঠন করেছে মুম্বই পুলিশ ৷

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন, 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত যুবক

উল্লেখ্য়, সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে বছর 40 এর এক ফুড ডেলিভারি বয়ের বিরুদ্ধে 19 বছরের এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ৷ যে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং এর ওই ছাত্রী মোবাইল অ্য়াপ থেকে খাবার অর্ডার করেছিলেন ৷ সেই খাবার ডেলিভারি করতে গিয়ে অভিযুক্ত তাঁর কাছে জল চান ৷ জল আনতে ভিতরে গেলে ওই ব্যক্তি ঘরে ঢুকে পড়েন এবং তরুণীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন: ধর্ষণের পর অ্যাসিড ঢেলে দেয় মামা, 5 মাস লড়াইয়ের পর মৃত্যু নাবালিকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.