Minor Girl Sexually Assaulted by Youth: নাবালিকাকে যৌন নির্যাতন, 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত যুবক

author img

By

Published : Feb 1, 2023, 12:41 PM IST

Minor Girl Sexually Assaulted by Youth in Ludhiana

নাবালিকা পরিচারিকাকে শ্মশানে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন (Minor Girl Sexually Assaulted by Youth) ! লুধিয়ানার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত যুবক ৷

লুধিয়ানা, 1 ফেব্রুয়ারি: পঞ্জাবে অপ্রাপ্তবয়স্কদের যৌন সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করার মতো ঘটনা ক্রমশ বাড়ছে ! যার জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের পুলিশ ও প্রশাসনকে ৷ সম্প্রতি লুধিয়ানাতেও এমনই একটি ঘটনা (Minor Girl Sexually Assaulted by Youth) ঘটেছে বলে অভিযোগ ৷ সূত্রের দাবি, এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ এমনকী, এই ভয়াবহ অভিজ্ঞতার পর ওই কিশোরীকে অভিযুক্ত যুবক নানাভাবে ভয় দেখান বলেও দাবি করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা একটি বাড়িতে পরিচারিকার কাজ করে ৷ মূলত, বাড়ি পরিষ্কার, পরিচ্ছন্ন রাখাই তার দায়িত্ব ৷ অভিযোগ, এক যুবক ওই নাবালিকাকে মিথ্যা কথা বলে স্থানীয় একটি শ্মশানে ডেকে নিয়ে যান ৷ এবং সেখানেই মেয়েটির উপর যৌন নির্যাতন চালান তিনি ! এরপর ওই যুবক নাবালিকাকে হুঁশিয়ারি দেন, সে যদি কারও কাছে এই ঘটনা নিয়ে মুখ খোলে, তাহলে তাকে খুন করা হবে !

আরও পড়ুন: বন্ধুর জন্মদিনে কিশোরীর উপর যৌন নির্যাতন ! গ্রেফতার 3 নাবালক-সহ 6

এই ঘটনার পর ওই নাবালিকা বাড়ি ফিরলেও তার আচরণ দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের ৷ তাঁরা দেখেন, কোনও কারণে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়েছে ! এরপর পরিবারের সদস্যরা ওই নাবালিকাকে প্রশ্ন করেন, জানতে চান, তার কী হয়েছে ? শেষমেশ বাড়ির লোকেদের গোটা ঘটনা জানায় ওই কিশোরী ৷ এরপর তার পরিবারের সদস্যরাই স্থানীয় সরভনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এই ঘটনায় পুলিশ অত্যন্ত দ্রুত পদক্ষেপ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় ৷

এসিপি মনদীপ সিং জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত যুবককে ঘটনার 12 ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের বক্তব্য, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ কঠোর পদক্ষেপ করা হবে ৷ এই ধরনের ঘটনায় দোষীদের কখনই রেয়াত করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন এসিপি মনদীপ সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.