ETV Bharat / bharat

Family Died by Suicide: কর্ণাটকে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা পরিবারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 6:41 PM IST

কর্ণাটকে দুটি পৃথক ঘটনায় মৃত্যু দুই পরিবারের 6 জনের ৷ একটি ঘটনায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা পরিবারের ৷ অপরটিতে দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷

6 died in two separate incident
দুটি পৃথক ঘটনায় মৃত্যু

তুমকুর(কর্ণাটক), 2 অক্টোবর: তুমকুরে পৃথক দুটি ঘটনায় দুই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে ৷ প্রথম ঘটনায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছে একই পরিবারের তিন সদস্য । ঘটনাটি ঘটেছে তুমকুরের পণ্ডিতনাহল্লি রেলপথের কাছে । এই ঘটনায় বাবা, মা ও মেয়ে আত্মহত্যা করেছে । মৃতরা হলেন সিদ্দগাঙ্গাইয়া (62), সুনন্দম্মা ও তাঁদের মেয়ে গীতা ।

জানা গিয়েছে, সিদ্দগাঙ্গাইয়া তুমকুরের মারালুরের বাসিন্দা ৷ দু'বছর আগে কেইবি থেকে অবসর নিয়েছেন তিনি ৷ সিদ্দগাঙ্গাইয়া প্রচুর ঋণ নিয়েছিলেন ৷ সেই ঋণ নিয়ে তিনি বেঙ্গালুরুর মল্লেশ্বরামের কেসি জেনারেল হাসপাতালের কাছে একটি চায়ের দোকান খুলেছিলেন । তবে সেটি ভালো চলছিল না ৷ এরপরেই সোমবার সকালে পণ্ডিতনাহল্লি রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন পরিবারের তিন সদস্য । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য তুমকুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ যশবন্তপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

আরও পড়ুন: বুলধানায় ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল দ্রুতগতির ম্যাটাডোর, নিহত 3

অপর একটি ঘটনা ঘটেছে সোমবার তুমকুর জেলার কোরাতাগেরে তালুকের আরসাপুর গেটের কাছে ৷ দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন । একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকের ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় । মৃতদের নাম পবন (20), বালাজি (18) এবং অনিতা (40) ৷ দুর্ঘটনায় মা, ছেলে ও মহিলার ভাইয়ের ছেলের মৃত্যু হয়েছে । মৃতরা সকলেই মধুগিরির বীরেনহাল্লি তান্ডা এলাকার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি ৷ কোরাতাগেরের সাব ইন্সপেক্টর চেতন কুমার ও তাঁর কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ এ ব্যাপারে কোরাতাগেরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.