ETV Bharat / bharat

শেষ পাঁচ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ, দেশে নতুন আক্রান্ত 53 হাজার 476

author img

By

Published : Mar 25, 2021, 3:24 PM IST

53,476 New Covid Cases In India, Biggest Single-Day Jump In Over 5 Months: 10 Points
শেষ পাঁচ মাসে সর্বাধিক দৈনিক সংক্রমণ, দেশে নতুন আক্রান্ত 53 হাজার 476

ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় 53 হাজার 476 জন নতুন কোভিড রোগীর খোঁজ মিলেছে ৷ গত পাঁচমাসে যা সর্বাধিক ৷

নয়াদিল্লি, 25 মার্চ : ভারতে ফের তেড়েফুঁড়ে উঠেছে ভয়ঙ্কর ভাইরাস ৷ তথ্য় বলছে, গত 24 ঘণ্টায় খোঁজ মিলেছে 53 হাজার 476 জন নতুন কোভিড আক্রান্তের ৷ একদিনের সংক্রমণের নিরিখে গত পাঁচমাসে যা সর্বাধিক ৷ একলাফে করোনার এই বাড়বাড়ন্তের কারণ মূলত দেশের দু’টি রাজ্য ৷ গুজরাত এবং মহারাষ্ট্র ৷ ভারতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখনও পর্যন্ত গত 24 ঘণ্টাতেই সর্বাধিক নতুন আক্রান্তের খোঁজ মিলেছে এই দুই রাজ্যে ৷

এই পরিসংখ্যান ঘুম কেড়ে নিয়েছে বিশেষজ্ঞদের ৷ চিন্তা বেড়েছে প্রশাসনেরও ৷ দু’পক্ষেরই আশঙ্কা, এবার হয়তো দেশজুড়ে আছড়ে পড়বে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ৷ যার ধাক্কায় ইতিমধ্যেই কাবু মহারাষ্ট্র ৷ বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ইতিমধ্যেই ভারতের 18টি রাজ্যে দ্বিগুণ শক্তিসম্পন্ন (প্রাথমিক কোভিড-19 ভাইরাসের তুলনায়) নতুন একটি প্রজাতির করোনা ভাইরাসের খোঁজ মিলেছে ৷ একইসঙ্গে আরও কয়েকটি প্রজাতির হদিশও পাওয়া গিয়েছে ৷ যারা এর আগে পৃথিবীর অন্যান্য় দেশে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে ৷

শেষ 24 ঘণ্টায় নতুন আক্রান্তের বৃদ্ধির হার প্রায় 13 শতাংশ ৷ তার আগের দিন ভারতে নতুন আক্রান্তের সংখ্য়া ছিল 47 হাজার 262 ৷ যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল 31 হাজার 855 ৷ যা ভারতের করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ৷ সব মিলিয়ে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 25 লাখ 64 হাজার 881 ৷ অন্যদিকে, গুজরাতে শেষ 24 ঘণ্টায় নতুন করে 1 হাজার 790 জন কোভিড রোগীর খোঁজ মিলেছে ৷ রাজ্য়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 92 হাজার 169 জন ৷

আরও পড়ুন : করোনা আটকাতে স্থানীয় উৎসবে রাশ টানার নির্দেশ স্বাস্থ্য়মন্ত্রকের

এর আগে ভারতের দৈনিক করোনা সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা ছিল 54 হাজার 366 ৷ দিনটা ছিল গত বছরের 23 অক্টোবর ৷ তারপর একটু একটু করে হলেও কমছিল নতুন আক্রান্তের সংখ্যা ৷ এখন তা আবারও ঊর্ধ্বমুখী ৷ গুজরাত, মহারাষ্ট্র ছাড়াও পঞ্জাব, কেরালা, কর্নাটক এবং ছত্তিশগড়ের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে ৷ গত 24 ঘণ্টায় এই রাজ্য়গুলিতেও বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা ৷

সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েও সেরে উঠেছেন 1 কোটি 12 লাখেরও বেশি মানুষ ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 3 লাখ 95 হাজার 192 ৷ প্রাণ গিয়েছে 1 লাখ 60 হাজারেরও বেশি কোভিড রোগীর ৷ এর মধ্যে শেষ 24 ঘণ্টায় মৃত্য়ু হয়েছে 251 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.