ETV Bharat / bharat

Lakhimpur Kheri Accident: মর্মান্তিক! লাখিমপুরে 5 জনকে পিষে দিল ট্রাক

author img

By

Published : Jan 29, 2023, 10:03 AM IST

Lakhimpur Kheri Accident
লাখিমপুরে 5 জনকে পিষে দিল ট্রাক

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী লাখিমপুর খেরি। পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু । আহত হয়েছেন 15 জন। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি (CM Yogi Adityanath instructed the administration to take every necessary measures )।

লাখিমপুর,29 জানুয়ারি: আবারও মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের লাখিমপুর। দেশের সবচেয়ে বড় রাজ্যের এই জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হল শনিবার রাতে। জানা গিয়েছে,একটি ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাঁচজনকে পিষে দিয়েছে। লাখিমপুর থেকে বাহরিচ যাওয়ার রাস্তায় এই ঘটনাটি ঘটেছে । ঘটনায় কমপক্ষে 15 জন আহত হয়েছেন (At least 15 got heavily injured) । তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক । স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা । আহতদের কয়েকজনে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে বলে খবর ।

মৃতদের পরিচয় জানিয়েছে পুলিশ। রিজওয়ান,করণ, প্রসাদ নিশাদ, করুণেশ বর্মা এবং বীরেন্দ্র বর্মার প্রাণ গিয়েছে ট্রাকের ধাক্কায় । নিশাদের বয়স 84 বছর । বাকিদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে । পুলিশ সুপার গণেশপ্রসাদ সাহা জানিয়েছেন, মৃতরা সকলেই স্থানীয় পাংগি খুর্দ গ্রামে বাসিন্দা ।ঘটনার সূত্রপাত শনিবার রাতে । সাংবাদিকদের তিনি আরও জানান, ট্রাক এই পাঁচজনকে বিষে দেওয়ার আগে পাংগি খুর্দ গ্রামে একটি স্কুটারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনা সম্পর্কে জানতে গ্রামের অনেকেই রাস্তায় এসেছিলেন । সেই সময় ঘাতক ট্রাকটি উলটো দিক থেকে এসে এই পাঁচজনকে ধাক্কা মারে ।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে 7টার কিছু পরে বাইকের সঙ্গে স্কুটির ধাক্কা লাগে । এরপরই কী হয়েছে জানতে স্থানীয় রাস্তায় বেরিয়ে আসেন । তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা । এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । চালকের গাফিলতি ছিল নাকি যান্ত্রিক গোলমালের জন্য এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা হচ্ছে । ঘটনাস্থলের আশাপাশে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল কিনা সেটাও জানার কাজ শুরু হয়েছে । পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। পাশাপাশি আহতদের চিকিৎসা যাতে ভালোভাবে হয় তার জন্য জেলা প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি ।

আরও পড়ুন: 'গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করাই লক্ষ্য', বিবিসির তথ্যচিত্র প্রসঙ্গে রামদেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.