ETV Bharat / bharat

Bike Accident: দশমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে দু’টি বাইকের ধাক্কা, মৃত 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 6:58 PM IST

Collision Between Two Bikes
দুইটি বাইকের সংঘর্ষে মৃত 4

বিজয়া দশমীর সাংস্কৃতির অনুষ্ঠান দেখে ফেরার সময়ে পথ দুর্ঘটনার শিকার 4 বাইক আরোহী ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 4 জনের ৷ মঙ্গলবার গভীর রাতে ওড়িশার নুয়াপদা জেলার বোডেন পুলিশ লিমিটের অন্তর্গত রাজপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷

নুয়াপদা (ওড়িশা), 25 অক্টোবর: দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বিজু এক্সপ্রেসওয়েতে দু’টি বাইকের ধাক্কায় নিহত 4 ও আহত 3 জন ৷ মঙ্গলবার গভীর রাতে ওড়িশার নুয়াপদা জেলার বোডেন পুলিশ লিমিটের অন্তর্গত রাজপুর গ্রাম এলাকার ঘটনা ৷ আহত 3 ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে দু’জন কমলামাল গ্রাম, একজন ভীমাপদর গ্রাম এবং চতুর্থজন জেলার ভৈনুষাদা গ্রামের বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ছিল বিজয়া দশমী ৷ এদিনই স্থানীয় একটি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠান দেখে সিনাপালি থেকে ফিরছিল চার বাইক আরোহী ৷ রাতের বেলায় গাড়ির গতি বেশ বেশি ছিল সিনাপালি থেকে আসা বাইকটির ৷ সেইসময়ে বোডেন থেকে সিনাপালি যাচ্ছিল একটি বাইক ৷ তাতে চালক-সহ 3 আরোহী ছিলেন ৷ হঠাৎই বিজু এক্সপ্রেসওয়েতে রাজপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে । গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই চার বাইক আরোহীর মৃত্যু হয়েছে ৷ তিন বাইক আরোহী বোডেন ও নুয়াপদা ব্লকের মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ বাইক আরোহীরা সমস্ত নিয়ম মেনে বাইক চালাচ্ছিল কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ সেইসঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ম না-মেনে বেপরোয়াভাবে বাইক চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে ৷ পাশপাশি আরোহীরা সকলে হেলমেট পড়েছিলেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ এদিন মৃতদের ঠিকানা জানা গেলেও পুলিশের পক্ষ থেকে মৃতদের নাম ও বয়স জানানো হয়নি ৷ এমনকী মৃতরা সকলে একই পরিবারের কি না সেই ব্যাপারেও কিছু জানা যায়নি ৷ এদিকে দশমীর চারজনের মত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, মৃত 2 শিশু-সহ একই পরিবারের পাঁচ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.