ETV Bharat / bharat

Road Accident in Jharkhand: ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি, মৃত 2 শিশু-সহ একই পরিবারের পাঁচ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 3:28 PM IST

Five People of Same Family Died: ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় দুই শিশু-সহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন গাড়ির চালক ৷

Road Accident in Jharkhand
ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনা

দেওঘর, 24 অক্টোবর: ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খালে পড়ে গেল গাড়ি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচজনের ৷ আহত হয়েছেন একজন ৷ নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে দেওঘরের সারথ থানা এলাকার সিকাতিয়া ব্যারেজ খালে । আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । একদিকে দশেরার উৎসব চলছে ৷ অন্যদিকে এই ঘটনায় মৃতদের পরিবারের ওপর নেমে এসেছে দুঃখের পাহাড় ।

জানা গিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় সারথ থানা এলাকার দমদুমি পঞ্চায়েতের আসানসোলের বাসিন্দা সিআরপি মনোজ চৌধুরীর পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে । দশেরা উদযাপন করতে মনোজের ছেলে, মেয়ে, জামাই ও বাচ্চাদের নিয়ে যাচ্ছিলেন ৷ কিন্তু সিকাতিয়া ব্যারাজের কাছে গিয়ে তাঁদের বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ যার কারণে গাড়িটি সরাসরি গিয়ে খালে পড়ে যায় । এর জেরে গাড়িতে থাকা পাঁচজনেরই মৃত্যু হয় । দুর্ঘটনায় বোলেরোর চালক আহত হয়েছেন ।

স্থানীয় লোকজনের সহায়তায় সবাইকে গাড়ি থেকে বের করে জল থেকে তুলে নিয়ে আসা হয় । এরপর খবর দেওয়া হয় সারথ থানায় । ঘটনাস্থলে সারথ থানার ইনচার্জ শৈলেশ কুমার এবং এসডিপিও বীরেন্দ্র কুমার বাঙ্কায় পৌঁছে সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান ৷ তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন: জম্মুতে সেতু থেকে আশি ফুট নীচে পড়ে গেল ট্রাক, মৃত 4

এই ঘটনায় সারথের এসডিপিও বীরেন্দ্র কুমার বাঙ্কা জানান, নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী, এক যুবক ও দুই শিশু রয়েছে । দুই শিশুর মধ্যে একজনের বয়স 2 বছর এবং অন্যটির 6 মাস বলে জানা গিয়েছে । দশমী তিথিকে শুভ মনে করে লাভলী কুমারী তাঁর স্বামী, ভাই ও দুই সন্তান-সহ একটি বোলেরোতে করে সারথের চিত্রা এলাকার ফতেহপুর গ্রাম থেকে গিরিডিহ জেলার সাখো বাঁশডিহ যাচ্ছিলেন ৷ সে সময় দুর্ঘটনাটি ঘটে । এই দুর্ঘটনায় মুকেশ রাই, লাভলী কুমারী এবং তাঁর ভাই-সহ দুই শিশুর মৃত্যু হয়েছে । গ্রামবাসী বোলেরো চালক গৌতম কুমারকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে । নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.