ETV Bharat / bharat

Air India Passenger Detained: অশোভনীয় আচরণ ! বিমান থেকে নামিয়ে আটক এয়ার ইন্ডিয়ার যাত্রী

author img

By

Published : Apr 10, 2023, 7:01 PM IST

25 year old Air India Passenger Detained by Delhi Police for unruly behaviour with crew members
প্রতীকী ছবি

বিমানকর্মীদের সঙ্গে অশোভনীয় আচরণের জন্য এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে আটক করল দিল্লি পুলিশ ৷ ধৃতের নাম জসকিরত সিং ৷

নয়াদিল্লি, 10 এপ্রিল: আবারও বিমানে বিভ্রাট ! আবারও পাকড়াও যাত্রী ! আবারও খবরে এয়ার ইন্ডিয়া ! সোমবার দিল্লি পুলিশ 25 বছরের এক যুবককে আটক করে ৷ ওই যুবকের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের দুই কর্মীর সঙ্গে অশোভনীয় ব্যবহার করার অভিযোগ উঠেছে ৷ এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিমানটি দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল ৷ কিন্তু, উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে হয় ৷ কারণ, বিমানের এক যাত্রী কেবিন ক্রুর দুই সদস্যকে শারীরিকভাবে হেনস্থা করেন ! এই ঘটনার জেরে ওই যাত্রীকে সটান বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীতে তাঁকে আটক করে পুলিশ ৷ ধৃতের নাম জসকিরত সিং ৷

বিমানবন্দরের ডেপুটি পুলিশ কমিশনার দাবেশ কুমার মাহলা এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমাদের কাছে এই ঘটনার প্রেক্ষিতে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় ৷ তার ভিত্তিতেই আমরা জসকিরত সিং নামে এক যুবককে গ্রেফতার করি ৷ তিনি তাঁর অভিভাবকদের সঙ্গে লন্ডন যাচ্ছিলেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷" দাবেশ জানান, অশোভনীয় আচরণের জন্য ওই যুবককে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তার তদন্ত করে দেখা হচ্ছে ৷

পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি বিমানবন্দরের তরফেও একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়, দিল্লি থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ কিন্তু, এক যাত্রীর চরম অশোভনীয় আচরণের জন্য উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফেরত আসতে হয় ৷

আরও পড়ুন: প্রস্রাব কাণ্ডের জের, এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকার জরিমানা

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এআই 111 বিমানটি দিল্লি বিমানবন্দরে ফিরে আসতেই অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৷ সংস্থার তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "ওই যাত্রীকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি তা পাত্তা দেননি ৷ উলটে কেবিন ক্রুর দু'জন সদস্যের শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করেন তিনি ৷" প্রসঙ্গত, ইদানীংকালে একের পর এক অনভিপ্রেত ঘটনা ঘটেছে উড়ানে ৷ এমনকী, সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো কাণ্ডও ঘটিয়েছেন মদ্য়প যাত্রী ৷ এবারের ঘটনাটি সেই তালিকা আরও একটু দীর্ঘ করল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.