ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত অসম গড়ার বার্তা রাজ্যপালের

author img

By

Published : Jan 27, 2021, 12:56 PM IST

229 officials held as Assam govt aims for corruption-free state: Guv
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত অসম গড়ার বার্তা রাজ্যপালের

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত রাজ্য় গড়ার বার্তা অসমের রাজ্য়পাল জগদীশ মুখীর৷ তিনি বলেন, দুর্নীতিদমনের জন্য়ই 2016 সাল থেকে এখনও পর্যন্ত 229 জন সরকারি আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে৷

গুয়াহাটি, 26 জানুয়ারি: অসম প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ করেছে রাজ্য় সরকার৷ সাধারণতন্ত্র দিবসে রাজ্য়বাসীকে এই বার্তাই দিতে চাইলেন রাজ্য়পাল জগদীশ মুখী৷ মঙ্গলবার তিনি বলেন, দুর্নীতির অভিযোগে 2016 সাল থেকে এখনও পর্যন্ত 229 জন সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে৷

এদিন 72তম সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে ভাষণ দেন মুখী৷ গুয়াহাটির খানাপাড়ায় কলেজ অফ ভেটেনারি সায়েন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানেই দুর্নীতিদমন নিয়ে এই মন্তব্য় করেন মুখী৷ তাঁর দাবি, রাজ্য়ে অসাধু ও বেআইনি কার্য়কলাপ বন্ধ করতে সিন্ডিকেটরাজ খতম করা হচ্ছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ করছে রাজ্য়ের বিজেপি সরকার৷ এর পাশাপাশি, আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতেও পদক্ষেপ করা হচ্ছে৷ অধিকাংশ কাজই করা হচ্ছে ডিজিটাল মাধ্য়মে৷

আরও পড়ুন: লালকেল্লায় কৃষকদের পতাকা উত্তোলন দুর্ভাগ্যজনক : থারুর

মুখীর দাবির, কেন্দ্রীয় প্রকল্পের আড়ালেও যাতে কেউ টাকা আত্মসাৎ করতে না পারে, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হচ্ছে৷ তাঁর কথায়, ‘‘ইতিমধ্য়েই 100 দিনের কাজের আওতায় 14 লক্ষ ভুয়ো উপভোক্তাকে চিহ্নিত করে তাদের প্রকল্পের বাইরে করে দেওয়া হয়েছে৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.