ETV Bharat / bharat

Ganesh Idol Immersion: লালবাগচা রাজা'র বিসর্জনে এলাহি নিরাপত্তা, মায়ানগরীতে মোতায়েন কুড়ি হাজার পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 2:32 PM IST

লালবাগচা রাজা
Ganesh Idol Immersion

মুম্বই পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় এলাহি আয়োজন ৷ ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কুড়ি হাজার পুলিশ ও সাত হাজার সিসিটিভির আয়োজন করা হয়েছে ৷ মায়ানগরীর বিখ্যাত লালবাগচা রাজার বিসর্জনে প্রশাসনের তরফে বিরাট আয়োজন করা হয়েছে।

মুম্বই, 28 সেপ্টেম্বর: 10 দিন ব্যাপী পুজোর পর অনন্ত চর্তুদশীতে বিসর্জন হয় গণপতির। চলতি বছরে অনন্ত চতুর্দশী পড়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার ৷ গণেশ চতুর্থী ঘিরে 10 দিনের উৎসবের শেষদিনে মুম্বইয়ে কার্যত উৎসবের মেজাজ। তারই মাঝে 'লালবাগচা রাজা'র বিসর্জন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যায়। লালবাগচা রাজা'র গণেশ মূর্তির বিসর্জন ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে বাণিজ্যনগরীতে। অন্যথা নয় এবারও ৷ লালবাগচা রাজা'র গণপতির বিসর্জন ঘিরে ভিড় নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে কুড়ি হাজার পুলিশ, সঙ্গে সাত হাজার সিসিটিভির আয়োজন করা হয়েছে ৷

রীতি মেনে গণেশ বিসর্জন ঘিরে মুম্বইয়ের বুকে আজ উৎসবের মেজাজ দেখার মতো ৷ পরম্পরা মেনে 14 ফুটের এই মূর্তিকে আরব সাগরে বিসর্জন দেওয়া হয়। উল্লেখ্য, হাইড্রোলিক সিস্টেমে এই বিশালাকার মূর্তির বিসর্জন হয়। একটি বৈদ্যুতিন ব়্যাফটের মাধ্যমে এই বিসর্জন পর্ব সমাপ্ত হয়। পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শত শত ভগবান গণেশ মূর্তি বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ ভগবান গণেশ মূর্তির বিসর্জন অনন্ত চতুর্দশীতে হয় এবং প্রচুর সংখ্যক ভক্ত মুম্বাইয়ের বিসর্জন ঘাটে জড়ো হয় তাদের প্রিয় 'গণপতি বাপ্পা'কে বিদায় জানাতে। বিসর্জনের সময় মায়ানগরীর কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে সেজন্য পুলিশি নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে ৷

নিরাপত্তার জন্য শহরজুড়ে কুড়ি হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সাত হাজার সিসিটিভি ক্যামেরার সাহায্যে মনিটরিং করা হচ্ছে। অন্যদিকে শোভাযাত্রায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে মুম্বই ট্রাফিক পুলিশ। আইন-শৃঙ্খলা বিভাগের যুগ্ম কমিশনার অফ পুলিশ, সত্যনারায়ণ চৌধুরী ইটিভি ভারতকে জানিয়েছেন, মুম্বই পুলিশ সমস্ত ভক্তদের নির্দেশিকা অনুসরণ করার জন্য আবেদন করেছে। কেউ যদি কোনও সমস্যায় পড়ে, মুম্বই পুলিশ তৎক্ষণাৎ ইমারজেন্সি নম্বর (100)-এ কল করতে বলেছেন ৷ এছাড়াও আরও অতিরিক্ত সাড় চার হাজার থেকে পাঁচ হাজার পুলিশ কর্মী, অসামরিক প্রতিরক্ষা কর্মী, সিআরপিএফ এবং বিএসএফ মুম্বই পুলিশকে সহায়তা করার জন্য মোতায়েন রয়েছে।"

আরও পড়ুন: গণপতি উৎসবে মেতেছেন শাহরুখ, লালবাগচা রাজার মণ্ডপে বাদশার সঙ্গী ছেলে আব্রাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.