ETV Bharat / bharat

Independence Day 2023: স্বাধীনতা দিবসে লালকেল্লায় বিশেষ অতিথি 1800 'সাধারণ নাগরিক'

author img

By

Published : Aug 14, 2023, 11:42 AM IST

Updated : Aug 14, 2023, 4:33 PM IST

1800 Special Guests from Diverse Walks of Life: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মিশন ‘জন ভাগীদারি’-কে তুলে ধরার উদ্যোগ নিল কেন্দ্র ৷ যার অংশ হিসেবে বিভিন্ন পেশা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত 1800 ভারতীয়কে বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসা হচ্ছে 77 তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৷

77th Independence Day ETV BHARAT
77th Independence Day

নয়াদিল্লি, 14 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুষ্ঠানে সারা দেশের 1800 জন ভারতীয়কে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তাঁরা সকলে 15 অগস্টের সকালে লালকেল্লার অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকবেন ৷ কেন্দ্রের তরফে এ নিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, উপস্থিত এই সকল বিশেষ অতিথি ভারতে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ৷ 15 অগস্ট সকালে 77 তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন ৷

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত 1800 জনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি সরকারের ‘জন ভাগীদারি’ বা অংশীদারির অঙ্গ ৷ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 75 দম্পতি উপস্থিত থাকবেন ৷ তাঁরা সকলে তাঁদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরবেন ৷ লালকেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের 660টি আধুনিক গ্রামের 400 পঞ্চায়েত প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আর কৃষক সংগঠনের 250 জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্প এবং প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা থেকে 50 জন করে সুবিধাভোগীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

এর বাইরে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করছেন এমন 50 জন শ্রমিক, 50 জন খাদি কাপড় প্রস্তুতকারক, সীমান্তে রাস্তা তৈরির সঙ্গে জড়িত 50 জন শ্রমিক ৷ অমৃত সরোবর, হর ঘর জল যোজনা, প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, নার্স এবং মৎস্যজীবীদের 50 জন করে প্রতিনিধি 77 তম স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন: নেই সংগ্রহশালা, বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিবিজড়িত পালাড়া গ্রাম ও চন্দননগর বিস্মৃতির অতলে

কেন্দ্রের তরফে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সূচি নিয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আগত বিশেষ অতিথিদের কেউ কেউ ‘জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ’ পরিদর্শন করবেন ৷ দিল্লিতে তাঁদের থাকার অংশ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাটের সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ এই বছরের স্বাধীনতা দিবসে 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের সমাপ্তি ঘটবে ৷ যা তিনি 2021 সালের 12 মার্চ গান্ধিজির সরবমতী আশ্রম থেকে ঘোষণা করেছিলেন ৷

Last Updated : Aug 14, 2023, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.