ETV Bharat / bharat

Snowfall hits Kashmir: তুষারপাতে বিধ্বস্ত ভূস্বর্গ ! এখনও বন্ধ 3টি ন্যাশনাল হাইওয়ে-সহ 173টি রাস্তা

author img

By

Published : Feb 4, 2023, 1:32 PM IST

Updated : Feb 4, 2023, 2:02 PM IST

তুষারপাতে নাজেহাল জম্মু ও কাশ্মীর ৷ এখনও বন্ধ তিনটি ন্যাশনাল হাইওয়ে-সহ মোট 173টি রাস্তা (173 roads still shut in J-K) ।

Etv Bharat
Etv Bharat

জম্মু ও কাশ্মীর, 4 ফেব্রুয়ারি: তুষারপাতে বিধ্বস্ত ভূস্বর্গ (Snow Forecast in Kashmir) । তুষারপাতের কারণে তিনটি ন্যাশনাল হাইওয়ে-সহ মোট 173টি রাস্তা এখনও বন্ধ । যদিও শনিবার সকালে জম্মু ও কাশ্মীর ট্রাফিক পুলিশ জানিয়েছে, কয়েকটি রাস্তা বন্ধ থাকলেও জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে নির্বিঘ্নেই যান চলাচল করছে (173 roads still shut in J-K light rain snow forecast in North Kashmir) ।

লাগাতার তুষারপাতে নাজেহাল জম্মু ও কাশ্মীর ৷ ইতিমধ্যেই আবহাওয়া বিভাগ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে আগামী 24 ঘণ্টার জন্য প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে । উত্তর কাশ্মীরের এক বা দু'টি জায়গায় খুব হালকা বৃষ্টি এবং তুষারপাত হবে । যদিও আগামিকাল রাত থেকেই নয়া ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । ওই ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের ফলে আবার নতুন করে বৃষ্টি বা তুষারপাত হতে পারে (173 roads still shut in J-K) ।

গত শনিবার উত্তর কাশ্মীরের (North Kashmir) বান্দিপোরার গুরেজ উপত্যকায় হিমানী সম্প্রপাতের ঘটনা ঘটেছে ৷ একই ছবি ধরা পড়েছে মধ্য কাশ্মীরে সোনমার্গের সারবালে ৷ তাতে দেখা গিয়েছে, গোটা এলাকা ঢাকা পড়েছে শ্বেতশুভ্র তুষারে ৷ আর তার মধ্যে দিয়েই প্রবল খরস্রোতা পার্বত্য নদীর মতো ধেয়ে আসছে আলগা হয়ে যাওয়া হিমবাহ ! সেই দৃশ্য যতটা সুন্দর, ততটাই ভয়ের ৷

আরও পড়ুন: লাগাতার তুষারপাতে ধেয়ে এল হিমবাহ ! দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উপত্যকার এই অঞ্চলে লাগাতার তুষারপাত হচ্ছে ৷ পাশাপাশি বান্দিপোরা, বারামুলা, ডোডা, গান্ডেরওয়াল, কিশতওয়ার, পুঞ্চ, রামবাণ ও রেসাই জেলায় মধ্যম সতর্কতা জারি করা হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে ৷ স্থানীয়দের দাবি, শ্রীনগরে প্রবল তুষারপাতের কারণে বিমান চলাচলও প্রভাবিত হয়েছে । অন্যদিকে, ভারী তুষারপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার ফলে কাশ্মীর বিশ্ববিদ্যালয় সোমবারের নির্ধারিত সমস্ত স্নাতকোত্তর, প্রকৌশল এবং অন্যান্য পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন: সিমলায় তুষারপাত, কুফরির পর্যটকরা মাতলেন বরফ নিয়ে, দেখুন ভিডিয়ো

একই সঙ্গে, বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ৷ সকলকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে এলাকাগুলিতে মাঝেমধ্যেই তুষারধস নামে, সেইসব এলাকায় বাসিন্দারা যাতে না-যান, সেই আবেদনও করা হয়েছে ৷

Last Updated : Feb 4, 2023, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.