ETV Bharat / bharat

Drugs Seized in Navi Mumbai: বর্ষবরণের রাতে কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 16 নাইজেরিয়ান

author img

By

Published : Jan 1, 2023, 10:28 AM IST

Drugs Worth Rs 1 cr Seized ETV BHARAT
1 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত

নবি মুম্বইয়ের নববর্ষের আগে 1 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত (Drugs Worth Rs 1 cr Seized) করলেন পুলিশ ও নার্কোটিক সেলের গোয়েন্দারা ৷ সেই সঙ্গে 16 জন নাইজেরিয়ানকে গ্রেফতারও করা হয়েছে (16 Nigerians Held with Drugs) ৷ নববর্ষের পার্টিতে সেগুলি সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃতদের ৷

থানে (মহারাষ্ট্র), 1 জানুয়ারি: নববর্ষের রাতে মহারাষ্ট্রের থানে জেলায় 1 কোটি 70 হাজার টাকার মাদক উদ্ধার করল পুলিশ (Drugs Worth Rs 1 cr Seized) ৷ সেই সঙ্গে 6 জন মহিলা-সহ নাইজেরিয়ার 16 নাগরিককে গ্রেফতার করা হয়েছে (16 Nigerians Held with Drugs) ৷ শনিবার রাতে থানের খারগড় এলাকায় একটি রো হাউসে পুলিশ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বলে জানিয়েছেন নবি মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অমিত কালে ৷

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, খারগড় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় ৷ জানা গিয়েছে, পুুলিশের কাছে খবর ছিল নববর্ষ উপলক্ষে বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করা হবে ৷ আর তার জন্য কয়েকজন আফ্রিকান নাগরিক মাদক সঞ্চয় করে থানের খারগড় এলাকায় আত্মগোপন করে রয়েছে ৷ সেই খবর মত, খারগড়ের একটি রো হাউসে হানা দেয় নবি মুম্বই পুলিশের বাহিনী ৷ সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় (Drugs Seized in Navi Mumbai) ৷ সেই সঙ্গে গ্রেফতার করা হয় 16 জন নাইজেরিয়ানকে ৷ তাঁদের মধ্যে 6 জন মহিলা ছিলেন ৷

নবি মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অমিত কালে জানিয়েছেন, এই বিপুল পরিমাণ মাদকের মধ্যে গাঁজা, চরস, হেরোইন, মেথাকুয়ালোন-সহ নানান ধরনের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য 1 কোটি 70 হাজার টাকা ৷ ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ মূলত নবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি নার্কোটিক সেলের আধিকারিকদের নিয়ে সেই তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ কোথায় কোথায় এই বিপুল পরিমাণ মাদক সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃত 16 জন নাইজেরিয়ানের, তা জানতে তদন্ত শুরু করেছে সিট ৷

আরও পড়ুন: গুয়াহাটি থেকে উদ্ধার 14 কোটি টাকার ড্রাগ

প্রসঙ্গত, ইংরেজি নববর্ষে নাইট পার্টিগুলিতে মাদক সেবন মতো ঘটনার কথা বিভিন্ন সময়ে শোনা যায় ৷ পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিলেও, যুবসমাজের মধ্যে বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মাদকাসক্ত হওয়ার ঘটনা প্রায় সামনে আসে ৷ যা নববর্ষ উদযাপনের নামে চরম সীমায় পৌঁছায় ৷ ইংরেজি নববর্ষের আগে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মাদক উদ্ধারের ঘটনা সামনে এসেছে ৷

গত 13 ডিসেম্বর গুয়াহাটি থেকে 14 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল পুলিশ ৷ মোট 50 হাজার ইয়াবা ট্যাবলেট ও 200 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ আর সম্প্রতি মুম্বই বিমানবন্দর থেকে 50 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ৷ 2 জিম্বাবোয়ের নাগরিকের কাছ থেকে 7 কেজি 900 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেন ইন্টেলিজেন্সের আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.