ETV Bharat / bharat

Draupadi Murmu: দ্রৌপদীকে সমর্থন করুন, বই লিখে মমতা-সোনিয়াকে আর্জি কিশোরীর

author img

By

Published : Jul 17, 2022, 11:02 PM IST

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করুন, বই লিখে টুইটারে সোনিয়া ও মমতাকে অনুরোধ 13 বছরের কিশোরীর ৷ কোথা থেকে এল দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu)নিয়ে বই লেখার ইচ্ছে ? জানাল সুরাতের কিশোরী ৷

Book on Draupadi murmu
Book on Draupadi murmu

সুরাত, 17 জুলাই: রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন ৷ তার আগের দিনই এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে বই লিখল 13 বছরের কিশোরী ভাবিকা মাহেশ্বরী(13 years old Bhavika writes book on Draupadi Murmu urges Sonia Mamata to support) ৷ এই বই সে টুইটারে আপলোড করেছে এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছে ৷ সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য সোনিয়া ও মমতার কাছে আবেদন করেছে সুরাতের এই কিশোরী ৷

কিন্তু কীসের অনুপ্রেরণায় সে দ্রৌপদী মুর্মুকে নিয়ে বই লিখে ফেলল ? এই প্রশ্নের উত্তরে ভাবিকা বলে, সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল সে ৷ তখন তার বাবা তাকে বলেছিল দ্রৌপদী মুর্মু দেশের শীর্ষ পদের জন্য মনোনীতদের মধ্যে একজন ৷ তিনি নির্বাচিত হলে আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হবেন ৷ বাবার কাছ থেকে এই কথাগুলি শোনার পরই ভাবিকা দিল্লির দরিয়াগঞ্জ ও ইন্টারনেটে দ্রৌপদী মুর্মুর বই খুঁজতে শুরু করে ৷ এরপর সে বুঝতে পারে তাঁর জীবন সংগ্রামের উপর আলোকপাত করবে এমন বই কমই আছে ৷ তাই সে দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি বই লিখতে চেয়েছিল যা আদিবাসী সম্প্রদায়ের এই রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জানার জন্য তথ্যের একটি ভালো উৎস হতে পারে ৷

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে বই লিখে প্রতিক্রিয়া কিশোরীর

ভাবিকার কথায়,"পিছিয়ে পড়া সমাজের একজন মহিলার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সৌন্দর্য ৷ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যদি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে এটি বিশ্বের কাছে একটি ইতিবাচক বার্তা দেবে যা নারীর ক্ষমতায়নের একটি বড় উদাহরণ হবে ৷" এছাড়াও ভাবিকা জানায়, হিন্দিতে তার যে ই-বুক রয়েছে তা রাষ্ট্রপতি নির্বাচনের পরেই মুদ্রিত ও প্রকাশিত হবে ৷ হিন্দির পাশাপাশি এটি ইংরাজি, গুজরাতি ও ওড়িয়া ভাষাতেও প্রকাশিত ৷

আরও পড়ুন : শেষবেলায় প্রতিদ্বন্দ্বীকে তীব্র আক্রমণ, বিবৃতি পেশ করে ভোট চাইলেন যশবন্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.