পশ্চিমবঙ্গ

west bengal

আরামবাগে ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 2:31 PM IST

Updated : May 12, 2024, 3:00 PM IST

আরামবাগের চারটি বিধানসভা ইতিমধ্যেই দখল করেছে বিজেপি ৷ এবার এই কেন্দ্রের লোকসভার আসন দখলে মরিয়া বিজেপি ৷ এই কেন্দ্রের তিনটি লোকসভার মধ্যে হুগলি লোকসভা বিজেপির দখলে ছিল। 2019-এর নির্বাচনে আরামবাগ লোকসভা হাতছাড়া হয়েছে গিয়েছে বিজেপির। তাই আরামবাগ দখল এবার উদ্দেশ্য পদ্ম শিবিরের ৷ এই কেন্দ্রটিতে পদ্ম ফোঁটাতে প্রচারে আসছেন উচ্চ নেতৃত্বরা । এই নিয়ে দু’বার আরামবাগে এলেন প্রধানমন্ত্রী। রবিবার বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগরের সমর্থনে আজ, রবিবার পুরশুরার জঙ্গলপাড়ার মাঠে প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত পয়লা মার্চ আরামবাগের কালিপুর মাঠে নির্বাচনী প্রথম সভা করেছিলেন প্রধানমন্ত্রী। আরামবাগের সবচেয়ে বড় সমস্যা বন্যা প্রবণ এলাকায় এটি । যদিও ঘাটাল মাস্টার প্ল্যান প্রস্তাবিত না হওয়ায় এবারেও আতঙ্কে আছে খানাকুল ও আরামবাগ এলাকার মানুষ। নির্বাচনে এই সমস্যা সমাধানও প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না ৷
Last Updated : May 12, 2024, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details