পশ্চিমবঙ্গ

west bengal

মুখ্যমন্ত্রীর চোট নিয়ে 'অসভ্যতা' শুভেন্দুর, খেজুরিতে পালটা প্রতিবাদসভা কুণালের

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 5:22 PM IST

TMC Protest Rally Against Suvendu Adhikari in Khejuri: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে খেজুরীতে পালটা জনসভা তৃণমূলের ৷ আজ সন্ধেয় কুণাল ঘোষ সেই জনসভায় বক্তব্য রাখবেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা নিয়ে 'অসভ্যতা' করার অভিযোগ কুণালের ৷

Image Courtesy: Kunal Ghosh X
Image Courtesy: Kunal Ghosh X

কলকাতা, 16 মার্চ: শুক্রবার খেজুরি থেকে নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কটাক্ষ করার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ যার পালটা আজ খেজুরিতে পালটা জনসভার কথা জানাল তৃণমূল ৷ মুখ্যমন্ত্রীকে অপমান এবং অসভ্যতার অভিযোগে এই জনসভা করবে শাসকদল ৷ যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুণাল ঘোষ ৷ তিনি জানান, "মুখ্যমন্ত্রীকে অপমানের জবাব খেজুরির মানুষ আজ রাতেই দেবে ৷ বাকিটা ভোটের বাক্স খোলার পর ৷"

এদিন কুণাল ঘোষ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মাথায় আঘাত লেগে রক্ত বেরচ্ছে ৷ আর শুভেন্দু তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে ৷ মুখ্যমন্ত্রীকে অপমান করছে ৷ খেজুরিতে গিয়ে এই সমস্ত অসভ্যতা করছে শুভেন্দু ৷ আমরা এর তীব্র নিন্দা করছি ৷ আজ দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা খেজুরিতে পালটা একটা সভা করব ওই জায়গায় ৷ সেখানকার মানুষের সামনে সত্যিটা তুলে ধরবো ৷ খেজুরির মানুষ এর জবাব আজ রাতেই দেবে ৷ আর বাকিটা ভোট বাক্স খোলার পর ৷"

উল্লেখ্য, খেজুরিতে গতকাল শুভেন্দু বলেন, "মাথা খুব খারাপ ৷ মাথা ঘুরিয়ে যাচ্ছে, আর ধপধপ করে পড়ে যাচ্ছে ৷ মাথা ঘুরছে, লো-প্রেসার হচ্ছে, আর ধপ ধপ করে পড়ে যাচ্ছে ৷ পড়া তো শুরু হয়েছে উপর থেকে ৷ নীচ অবধি পড়া শুরু হয়ে যাবে ৷" শুভেন্দুর এই মন্তব্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে চোট পাওয়ার ঘটনাকে কটাক্ষ বলে অভিযোগ করেছে তৃণমূল ৷ যা নিয়ে গতকালই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে শুভেন্দুর মন্তব্যের সমালোচনা করা হয়েছে ৷

তবে শুধু তৃণমূল নয়, বিজেপির ভোজপুরী তারকা সাংসদ দীনেশলাল যাদবও শুভেন্দুর সমালোচনা করেছেন ৷ রাজ্য বিজেপির তরফে এমন অমানবিক মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন বিজেপির সাংসদ ৷ সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. আগের তুলনায় স্থিতিশীল মুখ্যমন্ত্রী, তদন্তে গতি এনে কালীঘাটের বাড়িতে পুলিশকর্তারা
  2. ভাগ্নি মমতার আহত হওয়ার খবরে চিন্তিত মামা, সুস্থতা কামনায় তারাপীঠে পুজো
  3. 'পিছন থেকে ধাক্কা নয়', বিতর্কে মন্তব্য বদলে ব্যাখ্যা এসএসকেএম অধিকর্তার

ABOUT THE AUTHOR

...view details