পশ্চিমবঙ্গ

west bengal

বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূল-বিজেপির রাজ্যসভার প্রার্থীদের

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 6:19 PM IST

Rajya Sabha Election: মঙ্গলবার বিধানসভায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল ও বিজেপির সাংসদ প্রার্থী ৷ রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার।

Etv Bharat
বিধানসভায় মনোনয়ন জমা

কলকাতা, 13 ফেব্রুয়ারি: মঙ্গলবার রাজ্য বিধানসভায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ প্রার্থী সুস্মিতা দেব এবং নাদিমুল হক। একইসঙ্গে বিজেপির তরফ থেকে মনোনয়ন জমা দিলেন শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার।

বুধবার কেউ চাইলে মনোনয়ন জমা করতে পারেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এদিন দুই প্রার্থী যেহেতু মনোনয়ন জমা দিয়েছেন বাকি দুই প্রার্থী মমতাবালা ঠাকুর ও সাগরিকা ঘোষ বৃহস্পতিবার তাঁদের মনোনয়ন জমা করবেন বলে খবর। এদিন বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব বলেন, "দল যে আমার উপর আস্থা রেখেছে, তার জন্য আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে তাঁরা যে দায়িত্ব দেবেন তা নিঃস্বার্থভাবে পালন করব।"

এদিন দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অপরপ্রার্থী নাদিমুল হকও। তাঁরও দাবি, দলের অনুগত সৈনিক হিসেবে দল যা নির্দেশ দেবে তা পালন করবেন তিনি। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নের সময় প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দল নেতা ডেরেক ও'ব্রায়েন, ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপমুখ্য সচেতক তাপস রায়। অন্যদিকে, শমীক ভট্টাচার্যের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা রাহুল সিনহা, বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা

সংখ্যার নিরিখে বিধানসভায় তৃণমূলের চারজন এবং বিজেপির একজন সাংসদের জয় নিশ্চিত। এখনও পর্যন্ত যা খবর তাতে ভোটাভুটির সম্ভাবনা নেই । তৃণমূলের তরফে যে চার জনকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁদের মধ্যে তিনজনই মহিলা। তবে নতুন মুখ অবশ্যই সাগরিকা ঘোষ। তিনি দিল্লিতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। 2014-2019 সাল পর্যন্ত মমতাবালা ঠাকুর, বনগাঁ লোকসভার সাংসদ থাকলেও গতবার লোকসভায় হেরে যান।

এবার তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছে। একমাত্র নাদিমুল হককে টানা তৃতীয়বারের জন্য টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্মিতা দেবও দ্বিতীয়বারের জন্য মনোনয়ন পেলেন। অতীতে মানস ভুঁইয়ার ফাঁকা আসনে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। কিন্তু গত অগস্টে তাঁকে আর মনোনয়ন দেয়নি দল।

পশ্চিমবঙ্গ ছাড়াও 27 ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ। রাজ্যসভার যে 5টি আসনে এবার বাংলায় নির্বাচন হচ্ছে সেখানে আগে ছিলেন আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন, নাদিমুল হক ও অভিষেক মনু সিংভি। প্রথম 4 জন ছিলেন তৃণমূলের সাংসদ। শেষেরজন তৃণমূলের সমর্থনে কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন:

1. সন্দেশখালিতে রাজ্যের 144 ধারা প্রয়োগের নির্দেশ খারিজ হাইকোর্টেে

2.প্রশিক্ষণের মাঝে খড়গপুরে ভেঙে পড়ল যুদ্ধবিমান! কোনওক্রমে প্রাণে বাঁচলেন পাইলট

3.জীবনকৃষ্ণ সাহার পর হানিস! ইডি আধিকারিকদের দেখেই পাশের বাড়ির ছাদে মোবাইল ছুড়ে ফেললেন ব্যবসায়ী

ABOUT THE AUTHOR

...view details