পশ্চিমবঙ্গ

west bengal

শিবমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 5:55 PM IST

Sudip Bandyopadhyay: ভোট প্রচার শুরু করলেন তৃণমবলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ শিব মন্দিরে পুজো দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে নামলেন তিনি ৷

Sudip Bandyopadhyay
ভোট প্রচার শুরু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভোট প্রচার শুরু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, 2 এপ্রিল: তাপমাত্রার পারদ যেমন চড়ছে তেমনই নির্বাচনী উত্তাপে ফুটছে গোটা রাজ্য। শহর কলকাতায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। এবার শিবমন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারের ময়দানে নামলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

প্রচারে নেমেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি ৷ তবে একদা তাঁর সঙ্গী বর্তমানে উত্তরের বিজেপি প্রতিদ্বন্দ্বী তাপস রায় নিয়ে প্রশ্ন করতেই 'নো কমেন্টস' বলে এড়িয়ে যান । এদিন সাংবাদিকদের জলপাইগুড়ি বিপর্যয় নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, "অবশ্যই আবাস যোজনার টাকা আদায়ের চেষ্টা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবাজ যোজনার সব টাকা আটকে দিয়েছেন। তিন বছর টাকা আসেনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। টাকা পেলে মাথার উপর পাকা বাড়ি থাকলে উত্তরবঙ্গে দুর্যোগের মুখে মানুষজন ছাদ হারাতেন না।" এদিন তিনি মঞ্চে বলেন, "এলাকার মানুষ ও কর্মীদের অঙ্গীকার নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে কোনও অশুভ শক্তি আক্রমণ করলে আপনারাই রক্ষা করবেন।"

এদিন তৃণমূলের পোড় খাওয়া নেতার প্রচার ছিল জাঁকজমক পূর্ণ ৷ সকাল সকাল মারবাগান শিব মন্দিরে পুজো দিয়ে তিনি শুরু করেন প্রচার। বিটি রোড ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কর্মসূচি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। যা শেষ হয় বরানগর মঠ সংলগ্ন এলাকায়। কলকাতা কর্পোরেশনের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ঘুরে প্রচার সারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মালা রায় থেকে সায়রা শাহ হালিম, তাপস রায়, প্রদীপ ভট্টাচার্য চুটিয়ে প্রচার শুরু করে দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details